Bangla Jokes Collection: সোমবার সকালটা হোক চরম আনন্দের! পড়ুন দিনের সেরা ৫ জোকস, পাঠান বন্ধুদেরও

১। স্টেশনমাস্টারকে বলছেন এক লোক, ‘স্যর, রানাঘাটের ট্রেনটা কখন ছাড়বে?’

‘সাড়ে আটটায়।’

‘আর ডানকুনিরটা?’

‘এগারোটায়।’

‘তাহলে বনগাঁর ট্রেনটা যাবে কখন?’

এবার বিরক্ত হয়ে গেলেন স্টেশনমাস্টার। ‘আরে এত ট্রেনের খবর নিচ্ছেন, আপনি যাবেন কোথায়?’

‘না, মানে আমি রেললাইনটা পার হয়ে ওপাশের প্ল্যাটফর্মে যাব তো…’

(আরও পড়ুন: হাসতে হাসতে ভুলে যান সব চাপ! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

২। এক ভুলোমনা লোক বাজারে পান বিক্রি করত। ক্রেতা আকর্ষণের জন্য হাঁক দিত, ‘লাগবে পান, পান!’ তখনই পাশের দোকানদার বলে উঠত, ‘টানব ধরে কান।’ 

বেচারা মহাবিরক্ত। কিছু বলতেও পারে না, সহ্যও করতে পারে না। একদিন বাড়ি ফিরে স্ত্রীকে ঘটনাটা খুলে বলল সে। সব শুনে স্ত্রী জানতে চাইল, ওই দোকানদার কী বিক্রি করে?’ পানওয়ালা বলল, ‘আদা।’

নিশ্চয় হাঁক দেয়, ‘লাগবে আদা, এই লাগবে আদা!’ বলে? জানতে চাইল স্ত্রী।

হ্যাঁ বলল পানওয়ালা। স্ত্রী বলল, ‘তাহলে তুমি ওই হাঁক শোনার পরপরই বলবে, ‘তুই একটা গাধা। তুই একটা গাধা।’ 

পরদিন যথারীতি বাজারে গেল সে। দোকানে বসে হাঁকও দিল। উত্তরে আদার দোকানদার বলল, ‘টানব ধরে কান!’ তখনই এগিয়ে গেল পানওয়ালা। জানতে চাইল, ‘এই, তুই কী বিক্রি করিস?’ আদাওয়ালা বলল, ‘কেন, আদা!’ 

ভুলোমনা পানওয়ালা কোনেও ভাবেই মনে করতে পারল না, স্ত্রী তাকে কী শিখিয়ে দিয়েছে। অনেকক্ষণ বসে থেকে সে বলল, ‘আচ্ছা, বিক্রি কর।’

(আরও পড়ুন: হাসির দেবতা আপনার মঙ্গল করুন! সকালেই পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৩। এক শিকারি বন্ধুদের আড্ডায় বসে বলছে, ‘জানিস, সেবার আফ্রিকার জঙ্গলে গিয়ে আমি কতগুলো রয়েল বেঙ্গল টাইগার মেরেছি?’

বন্ধুরা ভ্রু কুঁচকে বলে, ‘আফ্রিকার জঙ্গলে তো রয়েল বেঙ্গল টাইগারই নেই! তুই মারবি কোথা থেকে?’

শিকারি: আহ্! সব যদি আমি মেরেই ফেলি, তাহলে থাকবে কোথা থেকে?!

(আরও পড়ুন: আজ দুপুরে হোক হাসির বন্যা! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৪। এক বৃদ্ধ তার সাত মাসের নাতিটিকে কোলে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় এক তরুণী এগিয়ে এসে বলল, ‘ওমা, কী সুন্দর! আদর করতে ইচ্ছে করছে। বয়স কত?’

বৃদ্ধ জবাব দিলেন, ‘এবার পঁচাশিতে পড়লাম।’

(আরও পড়ুন: রোববার ছুটির দিন সকালে কী করছেন? পড়ুন দিনের সেরা ৫ জোকস, আর সকালটা হোক উজ্জ্বল)

৫। বাবা: স্কুলে তোর কেমন চলছে রে? লেখাপড়া কেমন হচ্ছে?

ছেলে: আচ্ছা বাবা, তুমি কি কোনও দিনই আচার-ব্যবহার শিখবে না? আমি কি কখনও জিজ্ঞাসা করি অফিস তোমার কেমন হচ্ছে?