একই সময় সেনকো গোল্ডের ২টি শো – রুমে ডাকাতি, প্রকাশ্য রাস্তায় গুলিবিনিময়

শেয়ার বাজারে সংস্থা তালিকাভুক্ত হয়েছে সপ্তাহ কয়েক আগে। আর তারই মধ্যে একই দিনে একই সময়ে হাড় হিম করা ডাকাতি হল সেনকো গোল্ডের ২টি শো রুমে। মঙ্গলবার দুপুরে নদিয়ার রানাঘাট ও পুরুল্যায় সেনকো গোল্ডের ২টি শো রুমে একই সময় ডাকাতি হয়। বন্দুক দেখিয়ে সর্বস্ব নিয়ে পালায় দুষ্কৃতীরা। স্থানীয়দের তৎপরতায় রানাঘাটে ১ দুষ্কৃতী ধরা পড়েছে।

রানাঘাটের শো-রুমের কর্মীরা জানিয়েছেন, এদিন ২ জন ব্যক্তি ক্রেতা সেজে দোকানে ঢুকে বন্দুক বার করে সবাইকে ভয় দেখাতে শুরু করেন। তারই মধ্যে সেখানে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকে আরও ৮ – ৯ জন দুষ্কৃতী। ২০ মিনিট ধরে দোকানের যাবতীয় সোনা – রূপা ও হিরের গয়না লুঠ করে তারা। এরই মধ্যে থানায় জরুরি বার্তা পাঠান এক কর্মী। পুলিশ এসে পৌঁছনোর আগেই দোকানের শাটার বাইরে থেকে বন্ধ করে পালানোর চেষ্টা করে ডাকাতরা। ততক্ষণে পুলিশ এসে পৌঁছলে পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে তারা। পালটা ডাকাতদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশও। প্রকাশ্য দিবালোকে রানাঘাটের চাবি গেটের কাছে রাস্তায় চলতে থাকলে হিন্দি সিনেমার লড়াই। পুলিশের গুলিতে আহত হয়েছে ২ ডাকাত। তাদের উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময় পুরুল্যা শহরে সেনকো গোল্ডের দোকানে ডাকাতি হয়। সেখানেও অগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের প্রায় সমস্ত গয়না লুঠ করে নিয়ে গিয়েছে ডাকাতরা। সেখানে ৮ জনের ডাকাতদল নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে ডাকাতি করে বলে অভিযোগ। প্রায় ৩০ মিনিচ ধরে চলে লুঠপাট।

একই দিনে একই সময়ে একই সংস্থার ২টি শো রুমে ডাকাতির ঘটনায় অবাক পুলিশকর্তারাও। এই ২ ডাকাতির মধ্যে সম্পর্ক কী তা জানতে তদন্ত শুরু করেছেন তাঁরা। বিশেষজ্ঞদের একাংশের মতে, পরিকল্পনামাফিক রেইকি করে ২ জায়গায় ডাকাতি করা হয়েছে। অন্য অংশ এই ডাকাতির ঘটনা সাজানো হতে পারে বলে মনে করছেন।