UP Slap Case: শিক্ষিকার উসকানিতে চড় খেয়েছিল ইউপির মুসলিম ছাত্র, কেমন আছে সে?

উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর। এক স্কুল শিক্ষিকার নির্দেশে এক মুসলিম ছাত্রকে টেনে থাপ্পড় মেরেছিল অপর এক সহপাঠি। কেমন আছে সেই ছাত্র?

সূত্রের খবর, সেই ছাত্রটি ভালো করে ঘুমোতেও পারছে না। রবিবার তাকে মীরাটে নিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়।

তবে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ঘটনার পর থেকেই কিছুটা বিমর্ষ হয়ে রয়েছে ক্লাস ২এর ওই ছাত্র। ভালো করে ঘুমোতে পারেনি। আসলে সাংবাদিক সহ অনেকেই তাকে ঘটনার ব্যাপারে যেভাবে বার বার প্রশ্ন করেছে তাতে বিরক্ত হয়ে গিয়েছে সে। তবে ডাক্তারবাবু বলেছেন আপাতত স্বাভাবিক রয়েছে সে।

তবে শোনা যাচ্ছে অভিযুক্ত শিক্ষিকা তৃপ্তি ত্যাগীর সঙ্গে আপোসে আসতে চাইছে ওই পরিবার। এনিয়ে শিশুর বাবা জানিয়েছেন, আপোসের কোনও ব্যাপারই নেই।

ইতিমধ্যেই মুজফ্ফরনগর বেসিক শিক্ষা অধিকারী শুভম শুক্লা জানিয়েছেন, যদি ওই ছাত্রের বাবা রাজি থাকে তবে তাকে সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করা যেতে পারে।

তবে তিনি জানিয়েছেন, যে বাচ্চাটিকে চড় মারা হয়েছিল তার বাবা চাইছেন না তাঁর সন্তান আর ওখানে পড়ুক। স্কুলের নাম নেহা পাবলিক স্কুল। ব্লক শিক্ষা আধিকারিক ছাত্রের সঙ্গে কথা বলেছেন। সে সরকারি স্কুলে পড়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তবে তার পরিবার যদি রাজি থাকে তবে তাকে সরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করা যেতে পারে।

তবে সেই প্রসঙ্গে বাচ্চাটির বাবা জানিয়েছেন, এখন ছেলে খুব বিচলিত রয়েছে। এখনই এনিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তবে শিক্ষা আধিকারিক জানিয়েছেন, ওই বেসরকারি স্কুলটি যেমন চলছে সেটা তেমনি চলবে। এটা বন্ধ করা হচ্ছে না।

তিনি জানিয়েছেন, এক মাস সময় দেওয়া হয়েছে স্কুলকে। তার মধ্য়েই স্কুলের অনুমোদন নিয়ে স্কুলকে ব্যাখা দিতে হবে। স্কুলে তিনজন শিক্ষক রয়েছেন। আর সেখানে ক্লাস ফাইভ পর্যন্ত পড়ানো হয়। কীভাবে এটা সম্ভব সেটা জানতে চাইছে শিক্ষা দফতর।

তবে ওই শিক্ষিকার দাবি, টেনশন তৈরি করার জন্য ওই ভিডিয়ো বিকৃতি করে দেখানো হয়েছে। ওই ছাত্রের কাকা ভিডিয়ো তুলেছিলেন।

এদিকে কেরলের শিক্ষা বিষয়ক মন্ত্রী ভি শিবনকুট্টি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে জানিয়েছেন, মুজফ্ফরনগর এলাকায় ওই ছাত্রের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে হবে।