Durand Cup 2023 Semifinal 1 East Bengal Won Against North East United On Penalties Qualified For Final Match Highlights

কলকাতা: ডুরান্ড কাপে (Durand Cup 2023), আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের দুই অপরাজিত দল ইস্টবেঙ্গল ও নর্থ ইস্ট ইউনাইটেড (,East Bengal vs North East United)। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা ছিল, হলও তাই। নির্ধারিত সময়ের একেবারে শেষ বাঁশি পর্যন্ত চলল হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ ড্র হয়। আট মিনিট ইনজুরি টাইমের সপ্তম মিনিটে গোল করে ইস্টবেঙ্গলকে ম্যাচে সমতায় ফেরান নন্দকুমার। খেলা গড়ায় পেনাল্টিতে। শেষমেশ পেনাল্টি শ্যুট আউটে ৫-৩ ম্যাচ জেতে ইস্টবেঙ্গল (East Bengal)।

ম্যাচের শুরুতে দুই দলই একে অপরকে খানিকটা পরখ করে নেওয়ার খেলাই খেলছিল। তবে ২২ মিনিটে কোনসাম ফাল্গুনি সিংহের পাস থেকে নিখুঁত হেডে গোল করে নর্থ ইস্টকে এগিয়ে দেন জোবাকো। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরেও, ইস্টবেঙ্গলের গোলের তেমন বড় সুযোগ তৈরি করতে পারিনি। আক্রমণ বিভাগে প্রভাব ফেলতে ব্যর্থ হন লাল হলুদের ফুটবলাররা। প্রথমার্ধ শেষ হয় নর্থ ইস্টের পক্ষে ১-০। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় লাল হলুদ। দলে কিছু রদবদলও ঘটান কোচ কার্লেস কুয়াদ্রাত।

তবে ৫৭ মিনিটে ডান দিকের বক্স থেকে বাঁ পায়ের দুরন্ত শটে চোখধাঁধানো গোল করে নর্থ ইস্টের ব্যবধান দ্বিগুণ করেন ফাল্গুনী। তবে দুই গোলে পিছিয়ে পড়েও, হার না মানা মনোভাবের পরিচয় দেন লাল হলুদ ফুটবলাররা। হু হু করে নর্থ ইস্টের গোল লক্ষ্য করে একের পর এক আক্রমণ গড়ে তোলেন ক্লেটন, নন্দকুমাররা। ৭৭ মিনিটে তাঁর সুফলও পান তাঁরা। মহেশ নাওরেমের গোল লক্ষ্য করে নেওয়া শট নর্থ ইস্ট ফুটবলারের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। 

ম্যাচের নাটক এখনও বাকি ছিল। ইনজুরি টাইমে জোবাকো ম্যাচে নিজের দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে বাধ্য হন। ১০ জনে নেমে যাওয়া নর্থ ইস্টকে এর মাশুল গুনতে হয়। ইনজুরি টাইমের সপ্তম মিনিটে লাল হলুদের ডার্বির নায়ক নন্দকুমার ফের একবার ত্রাতা হয়ে উঠেন। তাঁর হেডার থেকেই ম্যাচে সমতায় ফেরে ইস্টবেঙ্গল। খেলা ২-২ শেষ হয়। এরপর পেনাল্টি শ্যুট আউটে পার্থিব গগৈ নর্থ ইস্টের হয়ে শট বারে মারেন। লাল হুলদের হয়ে পাঁচ ফুটবলারই গোল করায় ফাইনালে পৌঁছে যায় কলকাতা জায়ান্টরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ক্রিকেট ছেড়ে এবার ক্যুইজ মাস্টারের ভূমিকায় সচিন তেন্ডুলকর