leopard died: রাস্তা পেরতে গিয়ে দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্যু পূর্ণবয়স্ক চিতাবাঘের

শিলিগুড়ির কাছে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কার মৃত্যু হল এক পূর্ণবয়স্ক চিতাবাঘের। শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। জাতীয় সড়ক পেরোতে গিয়ে চলন্ত ট্রাকের চাকার নীচে পড়ে যায় চিতাবাঘটি। তাতেই মৃত্যু হয়েছে তার। চিতাবাঘের দেহটি উদ্ধার করে বনকর্মীরা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সকালে জাতীয় সড়কের লাগোয়া কমলা বাগান থেকে চিতাবাঘটি বেরোয়। জাতীয় সড়ক পার হয়ে অন্য দিকে যায়। দুপুর নাগাদ ফিরতে গিয়েই দুর্ঘটনা ঘটে। 

বনকর্মীরা জানিয়েছেন, জাতীয় দৌড়ে জাতীয় সড়ক পেরোনোর সময় দুর্ঘটনা ঘটে। ট্রাকটির চাকার তলায় পড়ে সে। উল্টোদিক থেকে যে ট্রাকটি আসছিল তা বুঝতে পারেনি চিতা বাঘটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিতাবাঘটির। ঘটনার খবর পেয়ে এলাকার মানুষজন ছুটে আসে।  এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘রাস্তা পার হওয়ার সময় লাফ দিতে গিয়ে চিতাবাঘটি ট্রাকে নীচে চলে আসে।’

(পড়তে পারেন। বৃদ্ধার মুন্ডু ছিঁড়ে নিয়ে গিয়ে নদীর পাড়ে বসে চিবিয়ে খেল চিতাবাঘ)

এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে ঘোষপাড়া ফাঁড়ির পুলিশ। তাঁরা বনকর্মীদের খবর দেন। ঘটনাস্থলে আসে ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা। তারা এসে চিতাবাঘটিকে তুলে নিয়ে যায়। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যহত হয়।

আলিপুরদুয়ারের ফালাকাটা থানার জটেশ্বর এলাকার চিতাবাঘের হামলায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার রাতে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নিহতের নাম সরোজিনী রায় (৬৫)। চিতাবাঘের হামলায় ধড় – মুন্ডু আলাদা হয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।