Asia Cup 2023: Nepal’s Sandeep Lamichhane Trial Delayed, Playing Against Pakistan In Asia Cup

মুলতান: এশিয়া কাপে (Asia Cup) তাঁর খেলা নিয়েই প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল। অন্তত ৩০ অগাস্ট মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে তাঁর খেলার কথাই নয়। তাঁর বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। 

কিন্তু নাটকীয় পরিস্থিতিতে মাঠে নেমে পড়লেন নেপালের স্পিনার সন্দীপ লামিছানে (Sandeep Lamichhane)। তাঁর বিরুদ্ধে চলা মামলার শুনানি পিছিয়ে গিয়েছে বলে জানিয়েছেন সন্দীপের আইনজীবী। তাই এশিয়া কাপের শুরু থেকে খেলতে বাধা নেই তাঁর।

রবিবার, ২৭ অগাস্ট নেপালের আদালতে সন্দীপ লামিছানের বিরুদ্ধে ওঠা ধর্ষণের মামলার অন্তিম শুনানি ছিল। যে কারণে এশিয়া কাপ খেলতে দলের সঙ্গে পাক মুলুকে পাড়ি দিতে পারেননি সন্দীপ। তবে নাটকীয় পরিস্থিতি তৈরি হয় পরে। প্রথমত, তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন যিনি, সূত্রের খবর, তিনি চূড়ান্ত শুনানির আগে আত্মহত্যার চেষ্টা করেন। নেপালের পুলিশ জানিয়েছে, ওই নাবালিকা মাত্রাতিরিক্ত পরিমাণ ওষুধ খেয়ে আত্মহননের চেষ্টা করেন। আপাতত তিনি বিপন্মুক্ত। কাঠমাণ্ডুর একটি হাসপাতালে ভর্তি আছেন।

তারই মাঝে সন্দীপের আইনজীবী সরোজ ঘিমিরে জানিয়েছেন, ২৭ অগাস্টের পরিবর্তে অন্তিম শুনানির দিন নির্ধারিত হয়েছে ৭ সেপ্টেম্বর। সরোজ বলেছেন, ‘সন্দীপ পাকিস্তানে এশিয়া কাপ খেলছেন।’

২৩ বছরের স্পিনারকে নেপাল ক্রিকেটের মুখ মনে করা হয়। নেপালের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলের মতো মেগা ইভেন্টে খেলার সুযোগ পেয়েছিলেন। সন্দীপকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল।

তবে কেরিয়ারের শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছেন সন্দীপ। না, কোনও প্রতিপক্ষ ব্যাটারের হাতে আক্রান্ত হতে হয়নি তাঁকে। বরং তার চেয়েও গুরুতর সমস্যায় জড়িয়েছেন। সন্দীপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। আপাতত আইনি লড়াই লড়তে হচ্ছে তাঁকে। সন্দীপকে দেশ ছেড়ে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই কারণে তিনি দলের সঙ্গে পাকিস্তানে যেতে পারেননি। পরে দলের সঙ্গে যোগ দেন।

ঘটনাটি গত বছরের অগাস্ট মাসের। ১৭ বছরের এক মহিলা অভিযোগ করেন যে, কাঠমান্ডুর এক হোটেলে তাঁকে ধর্ষণ করেছেন সন্দীপ। যদিও গোটা ঘটনা উড়িয়ে দেন সন্দীপ। নিজেকে নির্দোষ বলে দাবি করেন। 

নেপাল ক্রিকেট দলের ম্যানেজার প্রদীপ মাজগইয়ান বলেছিলেন, ‘সন্দীপের বিরুদ্ধে ওঠা অভিযোগ বিচারাধীন। সেই জন্যই ওঁকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে না। তাছাড়া ওঁর কিছু শারীরিক সমস্যাও রয়েছে।’ যদিও প্রথম ম্যাচের আগে সন্দীপকে পেয়ে অনেকটাই স্বস্তিতে নেপাল শিবির।   

আরও পড়ুন: সবকিছু অর্জন করে ফেলেছি, এমনটা কখনওই মনে করি না আমি: নীরজ চোপড়া

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial