Asia Cup Pak Vs Nep Probable XI: Pakistan Announced Playing XI Against Nepal, Know Probable Team Of Nepal

মূলতান: একটা সময় এই মাঠে পাকিস্তান বোলারদের কাছে আতঙ্ক হয়ে উঠেছিলেন বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag)। শোয়েব আখতার-সাকলিন মুস্তাকদের পিটিয়ে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন বীরু। যে কারণে তাঁর নামই হয়ে গিয়েছিল মূলতান কী সুলতান।

 

সেই মাঠেই এশিয়া কাপে (Asia Cup) অভিযান শুরু করছে পাকিস্তান। আয়োজক দেশ হলেও ঘরের মাঠে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ রয়েছে বাবর আজমদের সামনে (Pak vs Nep)। টুর্নামেন্টে সব মিলিয়ে ৪টি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

 

বুধবার প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল। যারা এই প্রথম খেলছে এশিয়া কাপের আসরে। পাকিস্তানের সিনিয়র দলের সঙ্গে ক্রিকেটের কোনও ফর্ম্যাটেই কখনও খেলেনি নেপাল। পাকিস্তান ফেভারিট। তবে হিসেব বদলে দেওয়ার চেষ্টার কসুর করবে না নেপাল।

 

মঙ্গলবারই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। তিনজন পেসারকে দলে রেখেছেন বাবর আজমরা। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও ও হ্যারিস রউফ। সঙ্গে দুজন স্পিন বোলিং অলরাউন্ডার – শাদাব খান ও মহম্মদ নওয়াজ। প্রয়োজনে অফস্পিন বোলিং করবেন আগা সলমনও। জুলাইয়ে পাকিস্তান এ-র হয়ে নেপালের বিরুদ্ধে এমার্জিং কাপে চার উইকেট নেওয়া মহম্মদ ওয়াসিমকে প্রথম একাদশে রাখা হচ্ছে না। পেস অস্ত্রেই নেপালকে ধাক্কা দিতে চাইছে পাকিস্তান।

 

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আঘা সলমন, ইফতিকার আমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ। 

নেপালের সম্ভাব্য একাদশ: কুশল ভুর্টেল, আসিফ শেখ (উইকেটকিপার), ভীম শারকি, রোহিত পাউডেল (অধিনায়ক), কুশল মাল্লা, দীপেন্দ্র সিংহ আইরে, গুলশন ঝা, সোমপাল কামি, কর্ণ কেসি, সন্দীপ লামিছানে ও ললিত রাজবংশী।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে হাতে চোট পেয়েছিলেন সোমপাল কামি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে সব ম্য়াচে তিনি খেলতে পারেননি। তবে চোট সারিয়ে ওয়ান ডে ক্রিকেটে ফিরছেন তিনি। কর্ণ কেসির সঙ্গে নেপালের পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন তিনিই।                                          

আরও পড়ুন: সবকিছু অর্জন করে ফেলেছি, এমনটা কখনওই মনে করি না আমি: নীরজ চোপড়া

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial