Asia Cup Records: India Have Won Asia Cup For A Record 7 Times, Sri Lanka In Second Position With 6 Trophies

মুলতান: বুধবার শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। আর প্রথম ম্যাচেই আয়োজক দেশ পাকিস্তান নামছে নেপালের (Pakistan vs Nepal) বিরুদ্ধে। এবারই এশিয়া কাপে অভিষেক হচ্ছে নেপালের।

এশিয়া কাপে ঈর্ষণীয় রেকর্ড ভারতের (Team India)। এশিয়া কাপের এবার ষোলোতম সংস্করণ। এর আগের ১৫টি এশিয়া কাপের মধ্যে ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ১৫ বারের টুর্নামেন্টে সব মিলিয়ে ১০ বার ফাইনাল খেলেছে ভারতীয় দল। সাতবার ট্রফি জেতার পাশাপাশি তিনবার রানার্স হয়েছে টিম ইন্ডিয়া। 

তবে এশিয়া কাপে সাফল্যের নিরিখে খুব একটা পিছিয়ে নেই শ্রীলঙ্কা। মোট পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দ্বীপরাষ্ট্র। গতবারও এশিয়া কাপ জিতেছে শ্রীলঙ্কা। দাসুন শনাকাদের সামনে এবার খেতাবরক্ষার লড়াই। গত এশিয়া কাপে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল শ্রীলঙ্কার সাফল্য। যেখানে ভারত ও পাকিস্তানকেই ফেভারিট মনে করা হচ্ছিল, সেখানে সব হিসেব ওলট পালট করে দেয় শ্রীলঙ্কা। জিতে নেয় ট্রফি। 

এশিয়া কাপে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলার রেকর্ডও রয়েছে শ্রীলঙ্কার। মোট ১২ বার এশিয়া কাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। ৬ বার ট্রফি জিতেছে। বাকি ৬ বার রানার্স হয়েই থাকতে হয়েছে তাদের।

এশিয়া কাপে সাফল্যের নিরিখে অবশ্য ভারত ও শ্রীলঙ্কার ধারেকাছে নেই পাকিস্তান। ১৫ বারের মধ্যে মাত্র ২ বার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। তিনবার রানার আপ হয়েছে। গতবার ফাইনালে পাকিস্তানকে হারিয়েই ট্রফি জিতেছিল শ্রীলঙ্কা। পাকিস্তান শেষবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ১১ বছর আগে। ২০১২ সালে। মীরপুরে বাংলাদেশকে হারিয়ে ট্রফি জিতেছিল পাকিস্তান। তাও হাড্ডাহাড্ডি ম্যাচ মাত্র ২ রানে জিতেছিল পাক দল। তারপর থেকে আরও দুবার ফাইনালে উঠেছে পাকিস্তান। দুবারই ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে।

এশিয়া কাপে এই তিন প্রধান ছাড়া আর কোনও দেশই ট্রফি জিততে পারেনি। সীমিত ওভারের ক্রিকেটে গত এক দশক ধরে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করলেও ট্রফি কখনও জেতেনি বাংলাদেশ। তাদের সেরা পারফরম্যান্স, ২০১২ সালে নিজেদের দেশের মাটিতে এশিয়া কাপে রানার আপ হওয়া।

এবার ট্রফি কাদের হাতে উঠবে? রোহিত শর্মা কি অধিনায়ক হিসাবে প্রথম কোনও বড় ট্রফি জিতবেন? নাকি ফের শেষ হাসি তোলা থাকবে শ্রীলঙ্কার জন্য?

আরও পড়ুন: সবকিছু অর্জন করে ফেলেছি, এমনটা কখনওই মনে করি না আমি: নীরজ চোপড়া

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial