Jadavpur Student death case Update: যাদবপুরকাণ্ডে জামিন পেলেন তিনজন, মুক্তি মিলছে খালি জয়দীপের

যাদবপুর কাণ্ডে এবার নয়া মোড়। বলা ভালো কিছুটা হলে স্বস্তি পেলেন অভিযুক্তরা। পুলিশকে বাধা দেওয়ার মামলায় এবার জামিন পেলেন তিনজন। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জয়দীপ ঘোষ জামিন পেয়েছেন। তিনি মুক্তিও পাবেন। অপর দুই সিনিয়র ছাত্র দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না। তাদের পুলিশ হেফাজতেই থাকতে হচ্ছে। কারণ ছাত্র মৃত্যুর ঘটনার মূল মামলায় তাদের নাম রয়েছে। সেকারণে তাদের আপাতত হেফাজতেই থাকতে হবে। একটি মামলায় জামিন হলেও তারা এখনই বের হতে পারছেন না।

আসলে শুনানি চলাকালীন নানা যুক্তির মারপ্যাঁচ ছিল। সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল আদালতকে জানান হাসপাতালে ঢুকতেও পুলিশকে বাধা দেওয়া হয়। সেদিন যদি পুলিশকে বাধা না দেওয়া হত তবে হয়তো ছাত্রকে বাঁচানো যেত। কিন্তু অভিযুক্তদের আইনজীবী এনিয়েও প্রশ্ন তুলেছিলেন।

দুপক্ষের শুনানি চলাকালীন অভিযুক্তদের আইনজীবী আরও প্রশ্ন তোলেন, ৯ অগস্ট রাতে পুলিশ বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধা পেয়েছিল বলে দাবি করা হচ্ছে। এরপর ফিরে এসেই পুলিশ মামলা করেছে এমনটা নয়। পুলিশের এই বাধা দেওয়ার মামলা করতেই ৭২ ঘণ্টা সময় লেগে গেল। পুলিশ তার আগে কী করছিল? প্রশ্ন করেন অভিযুক্তের আইনজীবী। তবে তার কোনও যুৎসই উত্তর সরকারি আইনজীবী দিতে পারেননি।

অভিযুক্তের আইনজীবী জানিয়ে দেন, তারা পুলিশকে সহযোগিতা করছেন।তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ মেলেনি। সেকারণে তাদের জামিন দেওয়া হোক। এরপর আদালত জামিন দেয়।

প্রসঙ্গত যাদবপুর হস্টেলের ছাদ থেকে পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছিল। তারপর একাধিকজনকে গ্রেফতার করেছিল পুলিশ।