Underground House: মাটির তলায় দোতলা বাড়ি, ভারতেই আছে, ১১ বছর লেগেছে তৈরি করতে, দেখুন Video

হাইরাইজ বিল্ডিং তো দেখেছেন? কিন্তু মাটির তলায় সারি সারি ঘর কোনওদিন দেখেছেন? মাটির তলায় দোতলা বাড়ি। উত্তরপ্রদেশের হরদই জেলার ঘটনা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। মাটির তলায় ওই বাড়িটা করতে তার সময় লেগেছে ১২ বছর। নিজে হাতে মাটি কেটে তিনি এই বাড়ি বানিয়েছেন। সেখানে ১১টা ঘর আছে। তাতে টেবিল চেয়ার জানালা,ব্যালকনি সব আছে। কিন্তু সবটাই মাটির। জিনিসটা কেমন অদ্ভূত লাগছে তাই না?

ভি়ডিয়োতে দেখা গিয়েছে মাঠের মধ্যে মাটির নীচে এই বাড়ি তৈরি হয়েছে। বাড়িতে নামার সিঁড়ি আছে। সিঁড়ির পাশে চেয়ার আছে। ভেতরে মাটির সোফা। একটি পরিত্যক্ত জমিতে এটা তৈরি করা হয়েছে। পরপর ১১টা ঘর। ভিডিয়োটা না দেখলে বিশ্বাস হবে না। একেবারে যত্ন করে বানানো হয়েছে ঘরগুলো। সেই ২০১১ সাল থেকে তিনি এই ঘর বানাচ্ছিলেন। নাম ইরফান আহমেদ।

 

সংবাদ সংস্থা এএনআই এই ভিডিয়োটা সামনে এনেছে। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ইরফান জানিয়েছেন, ১১ টা কামরা রয়েছে। কুয়োও আছে। সেখানে জলও ওঠে। এটা দোতলা বাড়ি। ২০১১ সালের আগে অন্য কাজ করতাম। পরে এই বাড়ি তৈরির কাজ শুরু করলাম। মসজিদের নকশাও বানিয়েছি। আরও কাজ বাকি রয়েছে। প্রেরণা দিয়েছেন খোদা। আগে দিল্লিতে থাকতাম। এখন এখানে চলে এসেছি।

তবে এই ভিডিয়ো দেখে তো হতবাক নেট নাগরিকরা। কয়েকজন লিখেছেন বেশ সুন্দর বানিয়েছেন। তবে একজন লিখেছেন, পুরো তো আন্ডারওয়ার্ল্ড। অপর একজন লিখেছেন এরকম কী ভারতে করা যায়? এর মধ্য়ে অন্য কিছু হচ্ছে কি না সেটা দেখা দরকার। তবে সূত্রের খবর, ওই ব্যক্তি বিগত দিনে ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু তিনি হেরে যান। এরপর তাঁর মাথায় খেয়াল চাপে কিছু করতে হবে। আর তারপরই মাটির তলায় বাড়ি তৈরির উদ্যোগ।