Lawyer Shot Dead: কোর্টের চেম্বারে দুপুরের খাবার খাচ্ছিলেন আইনজীবী, গুলিতে ঝাঁঝরা করে দিল আততায়ী

গাজিয়াবাদের কোর্ট চত্বরেই ভয়াবহ ঘটনা। গাজিয়াবাদের সিহানিগেট এলাকার ঘটনা। কোর্ট চত্বরের মধ্য়েই বসেছিলেন এক আইনজীবী। সেই সময় এক আইনজীবীকে নিশানা করে গুলি করা হয়। অজ্ঞাত পরিচয় কয়েকজন এই গুলি চালায় বলে অভিযোগ। বুধবারের ঘটনা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মৃতের নাম মনু চৌধুরী। তিনি চেম্বারে দুপুরের খাবার খাচ্ছিলেন। এমন সময় আততায়ী এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় কোর্ট চত্বরে শোরগোল পড়ে যায়।

পুলিশ পরে দেহটি উদ্ধার করে। ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্তকে গ্রেফতার করার জন্য পুলিশ সবরকম চেষ্টা চালাচ্ছে। অ্য়াডিশনাল কমিশনার অফ পুলিশ দীনেশ কুমার পি ডিসিপি নগর নিপুন আগরওয়াল ওই এলাকায় গিয়েছিলেন।

এদিকে এর আগে তিনি তেহশিল বার অ্যাসোসিয়েশনের ভোটে লড়েছিলেন। তবে ঠিক কী কারণে তাকে খুন করা হল তা পরিষ্কার নয়। পুলিশ ইতিমধ্য়েই এলাকায় তল্লাশি চালাতে শুরু করেছে। এর পেছনে পুরানো কোনও শত্রুতা রয়েছে কি না তা পুলিশ খতিয়ে দেখছে। সেই সঙ্গেই দেখা হচ্ছে কোনও মক্কেল আক্রোশবশত তাকে গুলি করেছে কি না।

এদিকে এর আগে লখনউ কোর্ট চত্বরেও এমন ঘটনা হয়েছিল। মুক্তার আনসারির ঘনিষ্ঠ সঞ্জীব মাহেশ্বরী ওরফে জিভাকে লক্ষ্য করে গুলি করা হয়েছিল। পরে ওই সুপারি কিলারকে গ্রেফতার করা হয়েছিল।

তবে এদিন গাজিয়াবাদ কোর্ট চত্বরে এই ঘটনায় ব্যপক আতঙ্ক ছড়িয়েছে। আইনজীবীরাও এই ঘটনায় আতঙ্কিত। কে বার কারা এই ঘটনার পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দেহটি আপাতত ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। গুলি করার পরে টেবিলেই লুটিয়ে পড়েন ওই আইনজীবী। আইনজীবীরা এই ঘটনায় কোনও দিশা পাচ্ছেন না। নিজের চেম্বারে খাওয়ার সময় এভাবে গুলি করবে কেউ এটা ভাবতে পারছেন না অনেকেই।

এর আগে উত্তরপ্রদেশের সুলতানপুরে এক আইনজীবীকে নিশানা করে গুলি চালানো হয়। তিনি ও তাঁর ভাই রেলওয়ে ওভারব্রিজের কাছে একটি রেস্তরাঁয় বসেছিলেন। এমন সময় গুলি করা হয়।