Driest August: ১২২ বছরে এই প্রথম এত কম বৃষ্টি অগস্টে, গরমও তেমনি! বর্ষা কি হাওয়া হলে গেল?

জয়শ্রী নন্দী

কপালে দুর্ভোগ নাচছে। এবারের অগস্ট মাস ১২২ বছরের ইতিহাসে শুষ্কতম ও উষ্ণতম মাস বলে উল্লেখ করা হচ্ছে। মোটামুটি ১৯০১ সাল থেকে রেকর্ড রক্ষা করা হয়। আর সেই ১৯০১ সাল থেকে এই দীর্ঘ ১২২ বছর ধরে বর্ষায় বৃষ্টিপাতের নিরিখে এবার অগস্ট মাস সবথেকে শুষ্কতম। মধ্যভারত ও দক্ষিণ উপকূলীয় ভারতে সবথেকে শুষ্কতম মাস হল এই অগস্ট মাস। বৃহস্পতিবার ইন্ডিয়া মেটেরোলজিকাল ডিপার্টমেন্ট একথা জানিয়েছে।

এবার তুলনা করলে দেখা যাচ্ছে এবার অগস্ট মাসে বৃষ্টি হয়েছে ১৯১.২ মিমি। আর ১৯৬৫ সালে বৃষ্টি হয়েছিল ১৯২.৩ মিমি। এমনকী এবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাও বিগত ১২২ বছরে সবথেকে বেশি।

এবার দেখা যাচ্ছে দুটো পর্যায়ে বৃষ্টি হয়েছে। একটা হল ৫-১৬ অগস্ট। অপরটি হল ২৭-৩১ অগস্ট। আইএমডির ডিরেক্টর জেনারেন এম মহাপাত্র জানিয়েছেন, এলনিনোর ভয়াবহ প্রভাব। এর জেরেই বৃষ্টির উপর প্রভাব পড়েছে।

তবে বলা হচ্ছে এবার সেপ্টেম্বরের বৃষ্টি মোটামুটি স্বাভাবিক হতে পারে। পূর্ব ভারত সংলগ্ন উত্তর পূর্বে এবার স্বাভাবিক বা তার থেকে বেশি বৃষ্টি হতে পারে। হিমালয়ের পাদদেশে, পূর্ব মধ্য় ভারতে, দক্ষিণ উপকূলীয় ভারতেও বৃষ্টি হতে পারে। আর দেশের বাকি অংশে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে।

তবে এবার দেশের প্রায় সর্বত্র স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার থেকেও বেশি তাপ থাকবে। তবে দক্ষিণ উপকূলীয় ভারতে, পশ্চিম মধ্য় ভারতে স্বাভাবিকের থেকে কম সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। এদিকে আবহাওয়া দফতর আগেই মে মাসে স্বাভাবিক বর্ষার পূর্বাভাস দিয়েছিল। তবে বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট ওয়েদার ফোরকাস্ট জানিয়েছিল এবার বর্ষায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে।

এদিকে দক্ষিণ পশ্চিমের বর্ষায় এল নিনোর প্রভাব ভালোই রয়েছে। সেক্ষেত্রে এবার গোটা ভারতের বৃষ্টি একেবারে খামখেয়ালি। সামগ্রিক পরিস্থিতিতে এবার আবহাওয়া কোনদিকে যায় সেটাই দেখার। পরিসংখ্যান বলছে, এবারের অগস্ট মাস ১২২ বছরের ইতিহাসে শুষ্কতম ও উষ্ণতম মাস । মোটামুটি ১৯০১ সাল থেকে রেকর্ড রক্ষা করা হয়। আর সেই ১৯০১ সাল থেকে এই দীর্ঘ ১২২ বছর ধরে বর্ষায় বৃষ্টিপাতের নিরিখে এবার অগস্ট মাস সবথেকে শুষ্কতম।