অভিষেকের সংস্থার কম্পিউটারে কী ফাইল ডাউনলোড করেছে ED? শনিবার দেখবে আদালত

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ইডি আধিকারিকের ডাউনলোড করা স্প্রেডশিটে কী রয়েছে দেখতে চান কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শনিবারই ১৬টি ফাইল আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন তিনি। ইডি সক্রিয়তার বিরুদ্ধে অভিষেকের দায়ের করা আবেদনের শুনানিতে শুক্রবার এই নির্দেশ দিয়েছেন তিনি। শনিবারই এই মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা।

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির করা ECIR থেকে নিষ্কৃতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন অভিষেক। সেই মামলার শুনানি শেষ হলেও রায়দান হবে ৫ সেপ্টেম্বর। তার মধ্যেই নিউ আলিপুরে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে তল্লাশি চালায় ইডি। সেখান থেকে প্রচুর নথি ১টি হার্ড ডিস্ক ও ১টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তারা। এর পরই অভিষেকের সংস্থার তরফে অভিযোগ করা হয়, ইডির আধিকারিকরা সংস্থার একটি কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড করে রেখে এসেছেন। এই মর্মে লালবাজারে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন সংস্থার সহকারী হিসাবরক্ষক। কিন্তু কী আছে সেই ১৬টি ফাইলে, শনিবার দেখতে চাইলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

এদিন বিচারপতি ঘোষ বলেন, ওই ফাইলগুলি আদালতে পেশ করুন। ফাইলে কী আছে আমি দেখতে চাই। এই ব্যাপারটার আগে নিষ্পত্তি হওয়া দরকার।

এদিন অভিষেকের আইনজীবী বলেন, ‘আদালতে রায়দান স্থগিত রাখলেও ইডি অতিসক্রিয়তা দেখাচ্ছে। এই রকম অবস্থায় ইডি তল্লাশি চালাতে পারে না’। পালটা বিচারপতি বলেন, ‘রায়দান স্থগিত রয়েছে এমন মামলায় নতুন করে কোনও আবেদন করা যায় না’। ইডির আইনজীবী বলেন, ‘এই আবেদন করে আসলে আদালতের সময় নষ্ট করার চেষ্টা হচ্ছে।’

শনিবারই এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। তা হলে, ফাইল রহস্যের সমাধান হতে চলেছে কয়েক ঘণ্টার মধ্যেই।