পুলিশ দেখে খালে ঝাঁপ দিয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

কক্সবাজারের টেকনাফে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পুলিশের টহল গাড়ি দেখে ব্রিজ থেকে খালে ঝাঁপ দিয়ে কামরুল হাসান কাইয়ুম (২০) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং বাজারের দক্ষিণের খালের ব্রিজে এ ঘটনা ঘটে। শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়। কামরুল হাসান কাইয়ুম উপজেলার হোয়াইক্যং বাজারপাড়া এলাকার আব্দুল হকের ছেলে। তিনি হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাজারের দক্ষিণ পাশের খালের ব্রিজের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন কাইয়ুম ও তার তিন বন্ধু। হঠাৎ হোয়াইক্যং ফাঁড়ির পুলিশের একটি টিমকে আসতে দেখে তারা ছোটাছুটি শুরু করেন। এ সময় কাইয়ুম খালের পানিতে ঝাঁপ দেন। এতে সেখানে তার মৃত্যু হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, ‘রাতে পুলিশের টহল টিমকে দেখে কয়েকজন যুবক পালানোর চেষ্টা করেছেন। এ সময় এক যুবক খালে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করেন। তখন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সকালে লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি দুঃখজনক।’

এ বিষয়ে জানতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবাইর সৈয়দকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান বলেন, ‌‘পুলিশের টহল গাড়ি দেখে কেন খালে ঝাঁপ দিলেন কাইয়ুম, তা আমরা নিশ্চিত হতে পারিনি। এ নিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলবো।’