ধূপগুড়ি মহকুমা হবে ঘোষণা করে নির্বাচনী বিধি ভঙ্গ করেছে ভাইপো: শুভেন্দু

ভোটপ্রচারে ধূপগুড়িকে মহকুমা করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বিধিভঙ্গ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার নৈহাটিতে এক দলীয় জনসভায় এই মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিনের সভা থেকে এক দেশ এক এক ভোটের প্রসঙ্গ তুলেও তৃণমূলকে আক্রমণ করেন তিনি।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘ভাইপোর বড় বড় কথা। ধূপগুড়িতে গিয়ে বলছে ৩১ ডিসেম্বরের মধ্যে মহকুমা করে দেব। কে হে তুমি হরিদাস পাল? তুমি বলার কে? একদম নির্বাচনী বিধিভঙ্গ। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে ধূপগুড়িতে ভোটপ্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ধূপগুড়িকে মহকুমা করে দেব। আড়াই বছর হয়ে গেছে, তোমার দেখা নাই রে তোমার দেখা নাই। তৃণমূলে কেউ মিথ্যা ছাড়া সত্যি বলে না।’

এর পরই বিরোধী জোটকে আক্রমণ করে শুভেন্দুবাবু বলেন, ‘ভাইপো বলেছে ৫০০ টাকায় গ্যাসের সিলিন্ডার দেবে। কী করে দেবে? এরা ইন্ডিয়া না কি? এরা অ্যান্টিন্যশনাল। এরা সব চোর এক জায়গায় গেছে। কারণ ED – CBIকে আটকাতে হবে।’

এক দেশ এক ভোট নিয়ে তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দুবাবু বলেন, ‘কত হাজার হাজার কোটি টাকা ভোট করাতে খরচ হয়। মোদীজি পারবেন, ওয়ান নেশন ওয়ান ভোট। তাহলে তো পিসি – ভাইপোর খেলা শেষ।’

শনিবার ধূপগুড়ি উপ নির্বাচনের প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি কথা দিয়ে যাচ্ছি, ৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে’। ভোটপ্রচারে এই ধরণের প্রতিশ্রুতি নির্বাচনী বিধি বিরোধী বলে দাবি বিরোধীদের। একই সঙ্গে কোন প্রশাসনিক এক্তিয়ারে অভিষেক এই প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রশ্নও তুলেছেন তাঁরা।