Jude Bellingham Equals Cristiano Ronaldo’s Record With 95th Minute Winner Vs Getafe In La Liga

মাদ্রিদ: নতুন ক্লাব রিয়াল মাদ্রিদের (Real Madrid) হয়ে জুড বেলিংহ্যামের (Jude Bellingham) শুরুটা স্বপ্নের মতোই হয়েছে বললে ভুল বলা হবে না। দিনকয়েক আগেই তিনি প্রথম ইংলিশ ফুটবলার হিসাবে লা লিগার প্লেয়ার অফ দ্য মন্থ পুরস্কার জিতেছিলেন। সপ্তাহান্তে মাদ্রিদ ডার্বিতে হেতাফের (Getafe) বিরুদ্ধে জয়সূচক গোল করে এবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) কৃতিত্বে ভাগ বসালেন তরুণ ব্রিটিশ মিডফিল্ডার।

এদিন কিন্তু মাদ্রিদ শুরুটা ভাল করেনি। লস ব্লাঙ্কোস প্রাক্তনী বোরহা মায়োরালের ১১ মিনিটের গোলে ম্যাচে এগিয়ে যায় হেতাফে। ফ্রান গার্সিয়ার ভুলের সুযোগ নিয়েই বোরহা তাঁর দলকে এগিয়ে দেন। এরপর গোটা প্রথমার্ধ জুড়ে ছিল ডেভিড সরিয়া শো। হেতাফের গোলরক্ষক একের পর এক দুর্ধর্ষ সব সেভ করে দলের লিড রক্ষা করেন। লুকা মদ্রিচের হেডার বাঁচান তিনি। হোসেলুর বাঁ পায়ের শট দুরন্ত রিফ্লেক্সের সৌজন্যে প্রতিহত করেন হেতাফে গোলরক্ষক। প্রথমার্ধে রেফারির একাধিক সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন রিয়াল ফুটবলাররা। বেলিংহ্যামকে ফাউল করা হলে রেফারি প্রথমে পেনাল্টি দিলেও, পরে ভিএআরের সাহায্যে সিদ্ধান্ত বদল করেন তিনি। প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকে সাজঘরে যায় হেতাফে।

তবে তাঁদের লিড দ্বিতীয়ার্ধে বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধের দুই মিনিটের মাথায় হোসেলু রিয়ালকে সমতায় ফেরান। এরপর হেতাফে লক্ষ্য করে হু হু করে একের পর এক আক্রমণ গড়ে তোলে রিয়াল। তিন তিনবার তাঁরা বারেও মারে। রদ্রিগো বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেন। সরিয়া আরও খান দু’য়েক দুরন্ত সেভ করেন। তবে শেষমেশ তাঁদের হৃদয়ভঙ্গ করে চলতি মরশুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা বেলিংহ্যাম ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে রিয়ালের হয়ে বহু কাঙ্খিত লিড এনে দেন।

লুকাস ভাসকেজের দূরপাল্লার একটি শট দস্তানাবদ্ধ করতে ব্যর্থ হন সরিয়া। বেলিংহ্যাম সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে গিয়ে এ মরশুমে নিজের পঞ্চম গোলটি করে ফেলেন। এই গোলের সৌজন্যেই এই শতকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর দ্বিতীয় রিয়াল মাদ্রিদ ফুটবলার হিসাবে নিজের প্রথম চার লা লিগা ম্যাচেই গোল করলেন। এই জয়ের সুবাদে চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে নিজেদের স্থানে ধরে রাখল রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদ, জিরোনা ও বার্সেলোনার থেকে আপাতত তাঁরা পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে। যদিও এই তিন দলই এখনও পর্যন্ত এ সপ্তাহে নিজেদের ম্যাচ খেলেনি।

আরও পড়ুন: উন্নতমানের ভারতীয় প্লেয়ার থাকলেও কামিংসদের ফিটনেস চিন্তার কারণ হতে পারে: দীপেন্দু