One Nation One Vote: এক দেশ এক ভারত, ৮জনের কমিটি তৈরি করল সরকার, রয়েছেন বাংলার এক নেতা, কে জানেন?

এক দেশ এক ভোট। এনিয়ে গোটা দেশ জুড়ে চর্চা। তবে এবার ভারত সরকার এই এক দেশ-এক ভোট বাস্তবে কতটা সম্ভব তা খতিয়ে দেখার জন্য ৮ সদস্যের কমিটি তৈরি করল। সেই কমিটির একেবারে শীর্ষে অর্থাৎ চেয়ারম্যান পদে রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কমিটিতে আর কারা আছেন?

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এই কমিটিতে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস এমপি অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ ,পঞ্চদশ ফিনান্স কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এনকে সিং, লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল ডঃ সুভাষ সি কাশ্যপ, সিনিয়র অ্যাডভোকেট শ্রী হরিশ সালভে, প্রাক্তন চিফ ভিজিলান্স কমিশনার সঞ্জয় কোঠারি এই কমিটিতে রয়েছেন। তাঁরা মূলত এই এক দেশ এক ভোট এই তত্ত্বকে খতিয়ে দেখবেন।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার বারই এই এক দেশ-এক ভোট ধারণাকে সামনে আনার চেষ্টা করেছেন। ২০১৪ সালের যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখন বিজেপির পক্ষ থেকে এই বিষয়টি তুলে আনা হয়।

এই ধারণার মাধ্যমে গোটা দেশ জুড়ে লোকসভা ও বিধানসভা নির্বাচন সব একসঙ্গে হবে। তবে বর্তমানে ভারতে সাধারণত লোকসভা নির্বাচন ও বিধানসভা নির্বাচন আলাদাভাবে হয়। অর্থাৎ রাজ্যের ক্ষেত্রে বিধানসভা নির্বাচনগুলো আলাদাভাবে ভিন্ন সময়ে হয়। আবার লোকসভা নির্বাচনের সময়গুলো অন্য সময়ে হয়। তবে এক দেশ, এক ভোটের ধারণাটি হল লোকসভা, বিধানসভা সব নির্বাচনই একই সময়ে হবে। এখানে কোনও ফারাক থাকবে না।

তবে এই ধারণার পক্ষে, বিপক্ষে দুরকম মতই আছে। অনেকে বলেন খরচ বাঁচবে। আবার বিপরীত মতও আছে। ধরুন যদি কেন্দ্রের সরকারের স্থায়িত্ব ১৩দিন হয় তবে কী হবে? ফের ভোট করতে হবে।

অনেকের মতে, এইভাবে একই দিনে ভোট হলে ভোট পরিচালনার ক্ষেত্রেও অনেক সুবিধা হবে। প্রশাসনিক দিক থেকেও প্রচুর সুবিধা হবে। এর পাশাপাশি একই সময় দুটি ভোট হলে ভোটের প্রতি মানুষের আগ্রহ অনেকটাই বাড়বে।

তবে এই ধরনের ভোট করার ক্ষেত্রে সমস্যাও রয়েছে। একই সঙ্গে দুটি ভোট হলে স্থানীয় সমস্যাগুলির উপর ফোকাস করা যাবে না। সেগুলি অবহেলিত থেকে যাবে। সেই সঙ্গে জাতীয় পার্টিগুলি একেবারে টাকা পয়সা নিয়ে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আঞ্চলিকগুলি পাত্তাই পাবে না। তবে এবার কমিটি কী মতামত দেয় সেটাই দেখার। তবে এভাবে প্রাক্তন রাষ্ট্রপতিকে কমিটির শীর্ষে বসানো এটাও তাৎপর্যপূর্ণ।