Partha Chatterjee: ‘এক এক করে ভুল ধরলে…’ পার্থ মামলায় বিচারকের তোপের মুখে সিবিআই

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় এখনও জেলে। গত এক বছর ধরে তিনি জেল বন্দি। শনিবার বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল পার্থকে। এদিকে সেখানে পার্থর জামিনের বিরোধিতা করতে গিয়েছিল সিবিআই। আর তখনই বিচারপতি অর্পণ চট্টোপাধ্য়ায় প্রশ্ন করেন এই মামলার অগ্রগতি কতটা রয়েছে? আর তখনই সিবিআইয়ের কাছে কোনও যুৎসই উত্তর ছিল না। তখনই এনিয়ে বিচারকের তোপের মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে।

বিচারপতি জানতে চান, তদন্ত কোন পথে এগোচ্ছে? নতুন কী তথ্য আছে? বিচাপতি সিবিআইকে প্রশ্ন করেন, কেন সময় নষ্ট করছেন? কেস ডায়েরি দেখুন। আমাকে বোকা ভাববেন না। সিবিআইকে তিনি প্রশ্ন করেন, আপনি কি আমার অর্ডারটা পড়েছেন? এক এক করে ভুল ধরলে কেঁদে কূল পাবেন না।

তবে এদিন শুনানি শেষ করে ফের পার্থকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকবেন পার্থ। তবে শনিবার পার্থ চট্টোপাধ্য়ায়ের আইনজীবী প্রাক্তন মন্ত্রীর জন্য জামিনের আবেদন করেছেন। তবে সেই মামলার শুনানি হবে আগামী ৮ সেপ্টেম্বর। এদিকে পার্থ চট্টোপাধ্য়ায়ের তিনি এফডি ম্যাচিওর হয়েছে। সেই টাকা যাতে তোলা যায় সেব্যাপারে আবেদন করেছেন পার্থ আইনজীবী। তবে আদালত এদিন এই আবেদন মঞ্জুর করেছে। অর্থাৎ ম্যাচিওর হওয়া টাকা তুলতে পারবেন পার্থ চট্টোপাধ্য়ায়।

প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল কোটি কোটি টাকা। এরপর গোটা বাংলা জুড়ে কার্যত শোরগোল পড়ে যায়। কারোর বাড়ির ওয়ার্ডরোবে এত টাকা থাকতে পারে তা দেখে হতবাক হয়ে গিয়েছিল বাংলা। এরপর মামলা এগোতে থাকে। টাকা কার সেই প্রশ্নের উত্তর মেলেনি। তবে কেউ টাকার দাবি করেনি। তবে একাধিকবার জামিনের জন্য আবেদন করেছেন পার্থ। তবে সেই জামিন আবেদন এখনও মঞ্জুর করা হয়নি। তবে তার মধ্য়েই এবার বিচারপতির তোপের মুখে পড়ল সিবিআই।