কারাগারে যাওয়ার ১৫ দিন পর হাজতির মৃত্যু

মাদারীপুর জেলা কারাগারের নিক্সন বেপারী (৩৫) নামে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নিক্সন শিবচর উপজেলার বসুন্ধরা এলাকার মৃত আলতাফ হোসেন বেপারীর ছেলে।

জেলা কারাগার সূত্র জানা গেছে, চলতি বছর ভুয়া মেজর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে শিবচর থানায় একটি মামলা করেন আব্দুল আলিম মিয়া নামে এক ব্যক্তি। এই মামলায় গত ২১ আগস্ট স্বেচ্ছায় আদালতে হাজির হলে বিচারক নিক্সনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার রাতে খাবার খাওয়ার পর তার হঠাৎ বুকে ব্যথা ওঠে।

এরপর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে মারা যান। কারাগারে থাকা নিক্সনের মামলার মঙ্গলবার রিমান্ড শুনানি হওয়ার কথা ছিল।

মাদারীপুর জেলা কারাগারের জেলার তুহিন কান্তি খান জানান, এর আগেও নিক্সন বিভিন্ন মামলায় কারাগারে এসেছেন। পরে জামিন নিয়ে চলে গেছেন। গত ২১ আগস্ট কারাগারে আসার পর থেকেই অসুস্থ ছিলেন। বিষয়টি তার পরিবারও জানে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জেলা কারাগারের চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। এর আগেও তিনি রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন।