ODI World Cup 2023 Australian Squad For The World Cup 2023 Cummins Lead To Lead Side

সিডনি: বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। প্রত্যাশামতই অধিনায়ক নির্বাচিত হয়েছেন প্যাট কামিন্স। তাঁর ডেপুটি হিসেবে দেখা যাবে স্টিভ স্মিথকে। কামিন্সের নেতৃত্বাধীন দলে উল্লেখযোগ্য মুখ বলতে জশ ইংলিশ ও সিন অ্যাবট। অর্থাৎ মিচেল স্টার্ক ও কামিন্সের পাশাপাশি পেস বিভাগে ভরসা জোগাবেন তিনি। ডেভিড ওয়ার্নার ও ইংলিশই হয়ত ওপেনিংয়ে নামবেন। তিনে স্টিভ স্মিথ। অলরাউন্ডার হিসেবে খেলবেন অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টোইনিস। স্পিনারদের মধ্যে ২জন স্পেশালিস্ট হিসেবে অ্যাডাম জাম্পা ও অ্যাস্টন অগারকে নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ভারতে আয়োজিত হতে চলা এই বিশ্বকাপ শুরু হচ্ছে ৫ অক্টোবর। প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ এবং ২০১৫ সালে ওডিআই বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। আবারও ফেভারিট দল হিসেবে ওডিআই বিশ্বকাপে নামবে তারা। 

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড : প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা

ভারতের বিশ্বকাপ স্কোয়াড

বিশ্বকাপের (World Cup 2023) জন্য ১৫ সদস্যের ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা হয়ে গেল। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে দেশের মাটিতে এই টুর্নামেন্টে খেলতে নামবে টিম ইন্ডিয়া। রোহিতের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যকে। এছাড়া ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদবও। শ্রেয়স আইয়ার ও কে এল রাহুলও (K L Rahul) জায়গা পেয়েছেন। তবে সুযোগ পাননি সঞ্জু স্যামসন। ওয়ান ডে ফর্ম্যাটে ভাল গড় থাকা সত্ত্বেও সুযোগ পাননি এই ডানহাতি উইকেটকিপার ব্যাটার। অন্যদিকে ঈশান কিষাণ সুযােগ পেয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে দুর্দান্ত অর্ধশতরান হাঁকিয়েছিলেন রাঁচির বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। ওয়ান ডে ফর্ম্যাটে অভিজ্ঞতা কম থাকলেও সাম্প্রতিক ফর্মের বিচারে স্যামসনকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছেন ইশান কিষাণ। 

অন্য়দিকে বোলিং ডিপার্টমেন্টে স্পিন বিভাগেও চাহাল ও অশ্বিনকে টেক্কা দিয়েছেন কুলদীপ যাদব। অভিজ্ঞতার বিচারে অশ্বিন অনেক এগিয়ে থাকলেও সীমিত ওভারের ফর্ম্যাটে বিগত কয়েক বছরে ধারাবাহিক নন তিনি। অন্য়দিকে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে চাহালের থেকে অনেকটাই এগিয়ে কুলদীপ। তাই তাঁকে দলে রাখা হয়েছে। ব্যাটিং অর্ডারে বিরাট, রোহিত, শ্রেয়স, কে এল রাহুল ছাড়াও সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়া হয়েছে। ওয়ান ডে ফর্ম্যাটে পারফরম্যান্স একদমই ভাল নয় সূর্যর। তিনি আদৌ সুযোগ পাবেন কি না তা নিয়েও সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত মুম্বইয়ের ডানহাতি ব্যাটারের ওপর ভরসা রেখেছেন নির্বাচকরা।

অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ড্য ও শার্দুল ঠাকুর রয়েছেন। তাঁরা পেস অলরাউন্ডার। এছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাডেজার পাশাপাশি জায়গা পেয়েছেন অক্ষর পটেল। এছাড়া পেস বিভাগে তিন সিমার নিয়ে বিশ্বকাপে নামবে ভারত। তাঁরা হলেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা।