Rabies Virus: রেবিস প্রাণ কাড়ল কিশোরের! কুকুরের কামড় কাল হল বড়দের কাছে লুকিয়েই

জলাতঙ্কে প্রাণ গেল এক তরতাজা কিশোরের। মাত্র ১৪ বছরেই কুকুরের কামড়ে মৃত্যু হল তাঁর। জানা গিয়েছে মৃত কিশোর গাজিয়াবাদের বিজয় নগর থানার চরণ সিং কলোনির অষ্টম শ্রেণির পড়ুয়া। শাহবাজ নামের ওই কিশোরকে এক মাস আগে কুকুর কামড়েছিল। কিন্তু সে কথাই বাড়িতে চেপে গিয়েছিল বকুনির ভয়ে। মা–বাবাকে জানায়নি। এক মাসের মাথায় এই ঘটনার পরিণতি হল মর্মান্তিক। জলাতঙ্কে মারা গেল পড়ুয়াটি।

(আরও পড়ুন: জন্মাষ্টমীতে প্রিয়জনকে জানান শ্রীকৃষ্ণের প্রেমাশিস, পাঠান এই শুভেচ্ছাবার্তা)

(আরও পড়ুন: জন্মাষ্টমী মানেই তালের বড়া! কেন এই খাবার গোপালের ভীষণ প্রিয় জানেন)
গত সোমবার সন্ধ্যেয় মারা যায় শাহবাজ। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, জলাতঙ্কেই মৃত্যু হয়েছে কিশোরের। কুকুর কামড়ানোর দিন চারেক পরই থেকেই উপসর্গ দেখা দিতে শুরু করে। এক এক করে ফুটে উঠতে থাকে জলাতঙ্কের সবকটি উপসর্গ। মূূলত, হাওয়া ও জল দেখলেই আতঙ্কিত হয়ে পড়ত ওই কিশোর। সারাদিন ঘরের মধ্যে অন্ধকারে বসে বা শুয়ে থাকত।

(আরও পড়ুন: জন্মাষ্টমীতে গোপালের বিশেষ ভোগ হোক ‘কেশর শ্রীখণ্ড টার্ট’! জেনে নিন রেসিপি)

(আরও পড়ুন: বেসরকারি হাসপাতালের গা-ছাড়া মনোভাবেই মৃত্যু প্রসূতির! অভিযোগ পরিবারের)

পরিবারের দাবি, কারও সঙ্গে কথা বলতে চাইত না। কেউ কথা বলতে গেলে আতঙ্কিত হয়ে পড়ত। কখনও কখনও শাহবাজকে ভয়ে চিৎকার করতেও দেখা যেত। ১ সেপ্টেম্বর থেকে শাহবাজ খাওয়াদাওয়াও সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল। এর পরই আরও উঠে পড়ে লাগে পরিবারের সদস্যরা। চিকিৎসার জন্য তাঁকে দিল্লি, গাজিয়াবাদ, মিরাটের নানা হাসপাতালে নিয়ে যান। এমনকী, দিল্লি এইমসেও নিয়ে যাওয়া হয়।

(আরও পড়ুন: IVF ফেল! বিরল TMT পদ্ধতিতে জন্মালো সন্তান, নজির গড়লেন কলকাতার চিকিৎসক)

(আরও পড়ুন: শচীন কত্তার জন্য এক সন্ধ্যা! হাজির শহরের নামজাদা শিল্পীরা)

গত সোমবার তাঁকে বুলন্দশহরে নিয়ে যাওয়া হয় আয়ুর্বেদিক চিকিৎসার জন্য। সেখান থেকে ফেরার সময়ই আর বাঁচানো যায়নি শাহবাজকে। অ্যাম্বুল্যান্সেই মারা যায় ১৪ বছরের কিশোর। জানা গিয়েছে, প্রতিবেশীর কুকুরই কামড়েছিল শাহবাজকে। পরিবারের অভিযোগ, আগেও অন্যদের  কুকুরটি কামড়েছিল। কিশোরের মৃত্যুর পরই পরিবার কুকুরের মালিক প্রতিবেশী মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে গাজিয়াবাদ মিউনিসিপাল কর্পোরেশন। কর্পোরেশনের তরফে মহিলাকে বিনা অনুমতিতে কুকুর রাখার জন্য নোটিস পাঠানো হয়েছে।