তিস্তায় তলিয়ে গেছে এইচএসসি পরীক্ষার্থী দুই বন্ধু

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজার সংলগ্ন তিস্তা নদীতে নেমে নিখোঁজ হন তারা।

এই দুই শিক্ষার্থী হলেন- মুন্না মিয়া (১৮) ও নাইস আহমেদ (১৯)। মুন্না উপজেলার পূর্ব কচুয়া আবাসনপাড়া এলাকার হাসেম আলীর ছেলে এবং নাইস নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গনেশের বাজার এলাকার মোনাব্বর হোসেনের ছেলে। তিনি আলমবিদিতর ইউনিয়নের বিদতর হরিনাথ এলাকায় নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে তারা ছয় বন্ধু তিস্তা নদীর ধারে ফুটবল খেলছিল। খেলা শেষে নদীতে গোসল করতে নামেন। চার জন নদী থেকে উপরে উঠে এলেও এই দুজন পানিতে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করার পরও তাদের না পাওয়ায় গঙ্গাচড়া উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে উদ্ধার তৎপরতা শুরু করে। পুলিশের একটি দল তাদের সঙ্গে যোগ দেয়।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মনতাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সাত কর্মীসহ রংপুর থেকে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। রাত পৌনে ৮টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছে। বিষয়টি উপজেলা প্রশাসন মনিটারিং করছে।

এদিকে, দুই এইচএসসি পরীক্ষার্থী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ায় স্বজনদের আহাজারিতে তিস্তা পাড়ের বাতাস ভারী হয়ে উঠেছে।