Shikhar Dhawan Wishes Indian Teammates For The ODI World Cup 2023 With A Heartfelt Message

নয়াদিল্লি: দিন দু’য়েক আগেই আসন্ন বিশ্বকাপের (ODI World Cup 2023) জন্য ভারতের (Indian Cricket Team) ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। সেই দলে সুযোগ পাননি তারকা ওপেনার শিখর ধবন (Shikhar Dhawan)। অনেকেই আইসিসি টুর্নামেন্টে তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য তাঁকে ভারতীয় দলে দেখতে চাইছিলেন। তবে তেমনটা হয়নি। তা সত্ত্বেও দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের জন্য নিজের শুভেচ্ছাবার্তায় মন জিতলেন ধবন।

নিজের সোশ্যাল মিডিয়ায় ধবন বিশ্বকাপের জন্য ভারতীয় দলকে (Team India) শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘২০২৩ সালের বিশ্বকাপ টুর্নামেন্টে সুযোগ পাওয়া আমার সতীর্থ ও বন্ধুদের অনেক শুভেচ্ছা। ১৫০ কোটি মানুষের সমর্থন ও প্রার্থনা রয়েছে তোমাদের সঙ্গে। তোমরাই আমাদের আশা, ভরসা। আশা করছি তোমরা আবার বিশ্বকাপ দেশে ফিরিয়ে আনতে পারবে এবং আমাদের সকলকে গর্বিত করবে। নিজেদের সবটা উজাড় করে দিও টিম ইন্ডিয়া।’ 

 

একদা ভারতীয় দলের অন্যতম প্রধান সদস্য হলেও, সাম্প্রতিক সময়ে ৩৭ বছর বয়সি শিখর ধবনকে আর জাতীয় দলে সুযোগ দেওয়া হচ্ছে না। গত বছরের ডিসেম্বরে শেষবার তিনি জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। শুভমন গিলের মতো তরুণদের উত্থানের ফলে তারপর আর তিনি খেলতে পারেননি। তবে তার জন্য ক্ষোভ পুষে না রেখে, জাতীয় দলের সতীর্থদের শুভেচ্ছা জানিয়ে সকলেরই মন জিতলেন তারকা ক্রিকেটার।

বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল:-

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য (সহ অধিনায়ক), কে এল রাহুল (কিপার), ঈশান কিষাণ (কিপার), অক্ষর  শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: দেশের অপমান মেনে নেব না, ‘অশালীন ইঙ্গিত’ করা নিয়ে বললেন গম্ভীর