চাকরির ভুয়ো ফর্ম বিলি করে জিতেছে TMC, ধূপগুড়ির ফলের নতুন থিসিস দিলেন শুভেন্দু

সর্বশক্তি লাগিয়েও ধূপগুড়ি বিধানসভে কেন্দ্র দখলে রাখতে পারেনি বিজেপি। শুক্রবার ফলপ্রকাশের পর দেখা যায় বিজেপি প্রার্থী তাপসী রায়কে ৪ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। এর পর থেকেই বিজেপির অন্দরে হারের কারণ নিয়ে দায় চালাচালি খেলা শুরু হয়ে যায়। কেউ বলতে শুরু করেন প্রার্থী নির্বাচনে ভুলের জন্য হার। কেউ আবার দায়ী করেন অভিষেকের মহকুমা প্রতিশ্রুতিকে। এই নিয়ে গেরুয়া শিবিরে দড়ি টানাটানির মধ্যেই ধূপগুড়িতে হারের নতুন থিসিস দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় তিনি দাবি করেন, চাকরির ভুয়ো ফর্ম বিলি করে ধূপগুড়ি উপনির্বাচন জিতেছে তৃণমূল।

শনিবার হাওড়ার সালকিয়া এলাকার বাঁধাঘাটের সভায় শুভেন্দুবাবু বলেন, ‘নির্বাচনের আগে তৃণমূল বেকার যুবকদের কাছে উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদে, আইসিডিএস, সিভিক ভলান্টিয়ার পদে চাকরি দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভুয়ো ফর্ম বিলি করেছে। স্থানীয় যুবকদের মধ্যে তা বিলি করা হয়েছে। আমার কাছে সেই ফর্ম রয়েছে। টিভিতে যে বিশ্লেষকরা বিজেপির হারের কারণ ব্যাখ্যা করছে, তারা এখনো এটা বলতে পারছেন না।’ এছাড়াও তিনি আরো বলেন , ‘ নির্বাচনের আগেই আইপ্যাক সি-ভোটারের নামে ভুয়ো সমীক্ষা ভোটারদের মোবাইলে পাঠিয়েছে। এই চিটিংবাজরা বিজেপিকে ৩৭ আর তৃণমূলকে ৪৮ দেখিয়েছে। এছাড়াও আরএসএসের এক পদাধিকারীর প্যাড ও স্বাক্ষর জাল করে ছাপিয়ে চিঠির আকারে ভোটারদের বিভ্রান্ত করা হয়েছে। ‘

এছাড়াও শনিবারের সভামঞ্চ থেকে ২৪ সালের লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্য বিধানসভা নির্বাচনের জল্পনা ফের উস্কে বলেন, ‘পাঁচ বছর সরকার চালানোর কথা যদিও তার মধ্যে ২৪ সালেই ৩ বছরের মাথায় যদি নির্বাচন হয় তাহলে গেল।’