Asia Cup 2023 Ind Vs Pak Probable XI: KL Rahul All Set To Make A Comeback, Know In Details

কলম্বো: গ্রুপ পর্বে মাত্র একটি করে ম্যাচ জিতে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান (Ind vs Pak) দুই দলই। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশকে হেলায় হারিয়েছে পাকিস্তান। আর ভারত সুপার ফোরের প্রথম ম্যাচ খেলতে নামছে রবিবার। প্রতিপক্ষ, পাকিস্তান। ফাইনালে যাওয়ার দৌড়ে থাকার জন্য জিততে চাইবে ভারত ও পাকিস্তান – দুই শিবিরই।

রবিবারের ম্যাচ কলম্বোয়। পাল্লেকেলে স্টেডিয়ামে দুই দলের গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। রবিবার কলম্বোতেও বৃষ্টির কাঁটা রয়েছে। বৃষ্টির আশঙ্কা ৯০ শতাংশ। ভারত-পাক ম্যাচ রবিবার করা না গেলে রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে সোমবার। তা নিয়ে বিতর্কও হচ্ছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ শিবির থেকে প্রশ্ন তোলা হচ্ছে, কেন শুধু ভারত-পাক ম্যাচেরই রিজার্ভ ডে থাকবে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল দেখে নিতে চাইবে, কে এল রাহুল কতটা ম্যাচ ফিট হয়েছেন। ভারতীয় শিবির সূত্রে যা ইঙ্গিত, তাতে পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হবে রাহুলকে। যিনি এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলেননি। চোট পুরোপুরি না সারায়। তবে বিশ্বকাপের আগে হাতে সময় কম আর সেই কারণেই পাকিস্তানের বিরুদ্ধে রাহুলকে খেলিয়ে দেখে নিতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

পাশাপাশি যশপ্রীত বুমরা চোট সারিয়ে ফিরে ওয়ান ডে ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কেমন বল করেন, সেটা দেকে নিতেও মুখিয়ে থাকবে ভারতীয় শিবির। পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচে বল করার সুযোগই পাননি বুম বুম বুমরা। আর নেপালের বিরুদ্ধে তিনি খেলেননি। প্রথম সন্তান জন্মানোর সময় স্ত্রী সঞ্জনার পাশে থাকবেন বলে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছিলেন।

অন্যদিকে, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন নাসিম শাহ। মাঠ ছেড়ে উঠেও যান তিনি। পরে অবশ্য মাঠে ফেরেন। পাক শিবির মনে করছে, ভারতের বিরুদ্ধে সম্পূর্ণ সুস্থ নাসিমকেই পাওয়া যাবে।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ়।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ফকর জামান, ইমাম উল হক, বাবর আজ়ম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সলমান, ইফতিকার আমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ/ফাহিম আশরফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।