Asia Cup 2023: Jasprit Bumrah Has Rejoined Team India After Birth Of His First Child, To Play Against Pakistan On Sunday

কলম্বো: এশিয়া কাপে (Asia Cup) প্রথম ম্যাচ খেলেই তিনি দেশে ফিরেছিলেন। ভারতীয় শিবির থেকে বলা হয়েছিল, ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পরে জানা গিয়েছিল আসল কারণ। যশপ্রীত বুমরা নিজেই জানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করেছিলেন যে, বাবা হয়েছেন তিনি। তাঁর স্ত্রী সঞ্জনা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলেই দেশে ফিরেছিলেন ডানহাতি পেসার। নেপালের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পায়নি ভারতীয় দল।

রবিবার কলম্বোয় সুপার ফোরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের চ্যালেঞ্জ সামলানোর আগে অবশ্য স্বস্তিতে ভারতীয় শিবির। কারণ, ভারত থেকে শ্রীলঙ্কায় ফিরে দলে যোগ দিয়েছেন যশপ্রীত বুমরা। কলম্বোয় তিনি প্র্যাক্টিসও করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে দলের সেরা পেসারকে নিয়েই নামতে পারবে টিম ইন্ডিয়া।

সোমবার ভারতীয় পেসার নিজে সোশ্যাল মিডিয়ায় সদ্যোজাতর হাতের ছবি পোস্ট করেছিলেন। সঙ্গে লিখেছিলেন, ‘আমাদের ছোট পরিবার বড় হল। আমাদের হৃদয় আজ পরিপূর্ণ। আজ সকালে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছি। অঙ্গদ যশপ্রীত বুমরাকে পৃথিবীতে স্বাগত। আমরা আনন্দে ডগমগ হয়ে রয়েছি। সন্তানের সঙ্গে সঙ্গে জীবনে আর যা যা হবে, তার জন্য তর সইছে না।’

রবিবারের ম্যাচ কলম্বোয়। পাল্লেকেলে স্টেডিয়ামে দুই দলের গ্রুপ পর্বের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। রবিবার কলম্বোতেও বৃষ্টির কাঁটা রয়েছে। বৃষ্টির আশঙ্কা ৯০ শতাংশ। ভারত-পাক ম্যাচ রবিবার করা না গেলে রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে সোমবার। তা নিয়ে বিতর্কও হচ্ছে। শ্রীলঙ্কা ও বাংলাদেশ শিবির থেকে প্রশ্ন তোলা হচ্ছে, কেন শুধু ভারত-পাক ম্যাচেরই রিজার্ভ ডে থাকবে।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল দেখে নিতে চাইবে, কে এল রাহুল কতটা ম্যাচ ফিট হয়েছেন। ভারতীয় শিবির সূত্রে যা ইঙ্গিত, তাতে পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হবে রাহুলকে। যিনি এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলেননি। চোট পুরোপুরি না সারায়। তবে বিশ্বকাপের আগে হাতে সময় কম আর সেই কারণেই পাকিস্তানের বিরুদ্ধে রাহুলকে খেলিয়ে দেখে নিতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।                       

আরও পড়ুন: অমিতাভর পর সচিনের হাতে বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দিল বোর্ড

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial