রাজভবনে পড়ে মন্ত্রিসভায় রদবদলের ফাইল, তড়িঘড়ি ছুটলেন মুখ্য়সচিব

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য – রাজ্যপাল দ্বৈরথ যখন তুঙ্গে তখন মন্ত্রিসভায় রদবদল নিয়েও রাজ্যপালের ভূমিকায় অসন্তুষ্ট নবান্ন। অভিযোগ, মন্ত্রিসভায় রদবদলের ফাইল আটকে রেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালকে ফাইলটিতে সই করার জন্য অনুরোধ করতে শনিবারের বারবেলায় রাজভবনে পৌঁছন হরিকৃষ্ণ দ্বিবেদী। তবে রাজ্যপালের সঙ্গে তাঁর কী কথা হয়েছে তা জানা যায়নি।

রাজ্য মন্ত্রিসভায় ছোটখাটো রদবদল হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সংক্রান্ত ফাইল রাজভবনে পৌঁছে গিয়েছে আগেই। পাঁচ দিন কাটলেও রাজ্যপাল এখনো তাতে সই করে নবান্ন ফেরত পাঠাননি। ওদিকে ১২ সেপ্টেম্বর স্পেন ও আমিরশাহী সফরে যেতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি মিটিয়ে রেখে যেতে চান তিনি। কিন্তু রাজ্যপাল ফাইলে সই না করায় স্পেন সফরে যাওয়ার আগে মন্ত্রিসভায় রদবদল সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, এবারের রদবদলে নতুন কেউ মন্ত্রী হচ্ছেন না। পুরনো মন্ত্রীদেরই দফতর রদবদল হতে চলেছে। কিন্তু বিষয়টিতে রাজ্যপালের অনুমোদন আবশ্যিক। মুখ্যমন্ত্রীর সুপারিশে রাজ্যে মন্ত্রী নিয়োগ করেন রাজ্যপাল। তাঁর সই ছাড়া কাউকে কোনও দফতরের মন্ত্রী হিসাবে নিয়োগ করা অসম্ভব।

ওদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য – রাজ্যপাল সংঘাতের মধ্যেই শুক্রবার রাজ্যপালকে ‘বিন তুঘলক’ বলে কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে, শনিবার রাত ১২টার মধ্যে পালটা পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন সিভি আনন্দ বোস। এই পরিস্থিতিতে মুখ্যসচিবের অনুরোধে চিঁড়ে ভেজে কি না সেটাই দেখার।