Asia Cup 2023: KL Rahul Completed 2000 Runs In ODIs Get To Know

কলম্বো: চােট সারিয়ে দলে ফিরেছেন। এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছেন। আর মাঠে নেমেই নজির গড়লেন কে এল রাহুল (K L Rahul)। ওয়ান ডে ফর্ম্যাটে ২ হাজার রান পূরণ করলেন কে এল রাহুল। যুগ্মভাবে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ান ডে ফর্ম্য়াটে এই নজির গড়়লেন কর্ণাটকী এই উইকেট কিপার ব্য়াটার। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে এই মাইলস্টোন স্পর্শ করেন রাহুল। আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন। এরপর ছিটকে যান ২২ গজ থেকে। ফিরে এসে প্রায় ৪ মাস পরে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে নামলেন রাহুল। এদিন শ্রেয়স আইয়ারের বদলে একাদশে জায়গা পেয়েছেন তিনি। 

এখনও পর্যন্ত আজকের ম্যাচ মিলে মোট ৫৫টি ওয়ান ডে ম্যাচে খেলেছেন রাহুল। ৫৩ ইনিংসে ব্যাট করতে নেমে ২ হাজার ওয়ান ডে রান পূর্ণ করলেন রাহুল। বিরাট কোহলির সঙ্গে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন কর্ণাটকী। তালিকায় প্রথম স্থানে রয়েছেন শিখর ধবন। তিনি ৪৮ ইনিংসে ২ হাজার রান করেছিলেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও নভজ্যোৎ সিংহ সিঁধু। ২ জনেই ৫২ ইনিংস খেলে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন। 

এদিকে, এদিনের ম্য়াচে ভারতীয় একাদশে দুই বদল ঘটানো হয়েছে। দীর্ঘদিনের চোট সারিয়ে অবশেষে এই ম্যাচের মাধ্যমেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন কেএল রাহুল (KL Rahul)। তবে রাহুল ফিট হতে না হতেই চোটের কবলে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ব্যাক স্প্যাজ়মের জন্য তাঁকে একাদশ থেকে বাদ দিতে বাধ্য হয়েছে টিম ইন্ডিয়া (Team India)।

দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে ছিলেন শ্রেয়স আইয়ার। চোটের কারণে আইপিএলেও খেলতে পারেননি তিনি। করাতে হয়েছিল অস্ত্রোপ্রচার। এই টুর্নামেন্টেই জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটান শ্রেয়স। তবে এক ম্যাচে ব্যাটিং করার পরেই ফের চোটে কাবু তিনি।

রাহুলের পাশাপাশি এই ম্যাচে দলে ফিরলেন যশপ্রীত বুমরাও। নেপাল ম্যাচে তিনি খেলেননি। সন্তানের জন্মের জন্য মুম্বইয়ে ফিরেছিলেন তিনি। তবে এই ম্যাচের আগেই ভারতীয় শিবিরে যোগ দেন তিনি। তিনি দলে ফেরায় একাদশ থেকে বাদ পড়লেন মহম্মদ শামি। এবার রাহুল ফেরায় গত ম্যাচে পাঁচে ব্যাট করা ঈশান কিষাণ কত নম্বরে ব্যাট করতে নামেন সেটাই দেখার বিষয়। এই ম্যাচ ঘিরে কিন্তু দর্শকদের উন্মাদিনেও তুঙ্গে।