Brazil: ‘পরের জি২০তে পুতিন এলে গ্রেফতার করব না,’ ভারতে জানালেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আগামী বছর ব্রাজিলে জি২০ মিটিং। ভারতের পরেই নাম আসছে ব্রাজিলের। সেজন্য আগেভাগেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা জানিয়ে দিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ব্রাজিলে আসেন জি ২০ মিটিংয়ে তবে তাঁকে গ্রেফতার করা হবে না। 

ফার্স্ট পোস্ট দিল্লিতে লুলার সঙ্গে কথা বলেছিল। সেখানে তিনি বলেন, আগামী বছরের অনুষ্ঠানে পুতিনকে আমন্ত্রণ জানানো হবে। তিনি নিজেও রিওর মিটিংয়ের আগে ব্রিকস সম্মেলনে যাবেন। লুলা বলেন, আমি বিশ্বাস করি যে পুতিন ইচ্ছা করলেই ব্রাজিলে আসতে পারেন। আমি আপনাকে বলতে পারি যদি আমি ব্রাজিলের প্রেসিডেন্ট থাকি আর তিনি যদি ব্রাজিলে আসেন তবে তাঁকে কোনওভাবেই গ্রেফতার করা হবে না। 

এদিকে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট গত মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। তাঁকে যুদ্ধ অপরাধী বলে গণ্য করা হয়েছিল। ইউক্রেনের শয়ে শয়ে শিশুকে রাশিয়া তুলে নিয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছিল। তবে রাশিয়া এই অভিযোগ মানতে চায়নি। 

তবে রাশিয়া এবার ভারতের জি ২০তে আসেননি। তিনি ব্রাজিলে যাবেন কি না তা নিয়ে কোনও নিশ্চয়তা মেলেনি। তবে ব্রাজিলের রাষ্ট্রপ্রধান কিন্তু আগেভাগেই আশ্বাস দিয়ে রাখলেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ব্রাজিলে এলে তাঁকে কোনওভাবেই গ্রেফতার করা হবে না। খবর রয়টার্স সূত্রে। 

এদিকে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে লড়াই এখনও চলছে। সেই পরিস্থিতিতে গোটা বিশ্বজুড়ে নানা মত উঠে আসছে। তবে আগামী বছরের জন্য় ব্রাজিলও সব দিক খতিয়ে দেখছে।