মধ্যরাতে ব্যক্তিগত চিঠিকে রাজ্যপাল আমাকে কী লিখেছেন সবার সামনে বলা যাবে না: মমতা

শনিবার মধ্যরাতে তাঁকে ‘গোপনীয়’ চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল। তবে সেই চিঠিতে কী রয়েছে তা এখনো প্রকাশ্যে আসেনি। সোমবার রাজভবনে এই নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, রাজ্যপাল তাঁকে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। যা প্রকাশ্যে আনা সম্ভব নয়।

সোমবার নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপাল আমাকে চিঠি দিয়ে বিদেশ সফরের সাফল্য কামনা করেছেন ও শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু উনি যে ব্যক্তিগত চিঠি আমাকে পাঠিয়েছেন তা আমি প্রকাশ্যে আনতে পারব না।

সোমবার এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তিনি বলেন, ‘চিঠি যাঁকে পাঠিয়েছি তিনি জবাব দেবেন।’ সেকথা মমতাকে জানালেও চিঠির ব্যাপারে টুঁ শব্দটি করেননি তিনি।

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য – রাজ্যপাল সংঘাতের মধ্যে গত শুক্রবার রাজ্যপালকে বিন তুঘলক বলে কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরদিন সাংবাদিকদের রাজ্যপাল বলেন, আজ মধ্যরাতের মধ্যে কী পদক্ষেপ করি দেখুন। একথা বলার পর মধ্যরাতের কিছু আগে রাজভবন সূত্রে জানা যায় ২টি গোপনীয় চিঠিতে সই করেছেন রাজ্যপাল। যার একটি পাঠানো হয়েছে নবান্নে, অন্যটি নয়া দিল্লিকে। কিন্তু চিঠিতে কী রয়েছে তা নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। অনেকের অনুমান, চিঠিতে ব্রাত্যকে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে মুখ্যমন্ত্রীকে সুপারিশ করেছিলেন রাজ্যপাল। কিন্তু তা মানেননি মুখ্যমন্ত্রী।