Cricket World Cup Came To The Office Of Anandabazar Newspaper Office

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: বিশ্ব ঘুরে ক্রিকেট (Cricket) বিশ্বকাপের (World Cup) ট্রফি এল আনন্দবাজার পত্রিকার (Anandabazar Patrika) দফতরে। হাজির ছিলেন ঝুলন গোস্বামী (Jhulan Goshwami) থেকে প্রাক্তন ক্রিকেটার এবং ক্রীড়াপ্রেমীরা। ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। চলবে, ১৯ নভেম্বর পর্যন্ত।         

হাতে আর ১ মাসও নেই। কাউন্টডাউন শুরু। এবার ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপ। আর তার আগে, বিশ্ব ঘুরে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি এল আনন্দবাজার পত্রিকার দফতরে।                         

১৯৮৩ সালে কপিল দেব, ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির হাতে উঠেছিল এই ট্রফি। ২০২৩-সালে ঘরের মাঠে কী হবে? এনিয়ে যখন জল্পনা চলছে, তার আগে বিশ্বকাপ ট্রফি সামনে থেকে দেখার সুযোগ মিলল। 

প্রাক্তন ক্রিকেটারদের পাশাপাশি, বিশ্বকাপ ট্রফি সামনে থেকে দেখতে হাজির ছিলেন শহরের ক্রীড়াপ্রেমীরা। এসেছিলেন, শ্যাম থাপা, শিশির ঘোষ, সৌরাশিস লাহিড়ি, শিবশঙ্কর পালরা।

৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। চলবে, ১৯ নভেম্বর পর্যন্ত। ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এদিকে, ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই প্রবল চাহিদা। নিমেষে সব টিকিট বিক্রি হয়ে যাচ্ছে। অনেকেই অভিযোগ করছেন যে, অনলাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও টিকিট পাননি। এই পরিস্থিতিতে সাধারণ ক্রিকেটপ্রেমীদের কথা ভেবে বড় পদক্ষেপ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বুধবার ঘোষণা করা হয়েছিল, বিশ্বকাপের জন্য আরও ৪ লক্ষ টিকিট বিক্রি করা হবে। 

আরও পড়ুন, বিশ্বকাপের টিকিট বিক্রি থেকে ম্যাচের সূচি বদল, চূড়ান্ত অব্যবস্থার জন্য জয় শাহকে বিঁধলেন প্রসাদ?

বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, রাজ্য সংস্থাগুলির সঙ্গে আলোচনা করার পর নতুন করে আরও চার লক্ষ টিকিট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বেশি সমর্থককে মাঠে বসে এই প্রতিযোগিতা দেখার সুযোগ করে দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত। শুধু ভারত নয়, গোটা বিশ্বের সমর্থকেরাই টিকিট কাটতে পারবেন। বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার, অর্থাৎ ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে আবার টিকিট বিক্রি শুরু হবে। ক্রিকেট বিশ্বকাপের ওয়েবসাইটে নির্দিষ্ট বিকল্পে গিয়ে নির্বাচন করলেই আবার নতুন করে টিকিট কাটতে পারবেন সমর্থকেরা। তবে কোন ম্যাচের জন্যে কত সংখ্যক টিকিট ছাড়া হবে তা খোলসা করে জানায়নি বোর্ড।