চুক্তিতে স্বর্ণপাচারে করেন বিমানবন্দরের কর্মী, যাত্রীসহ আটক ২

স্বর্ণ পাচারে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। জব্দ করা হয়েছে ৩ পিস গোল্ডবার এবং ৯৯ গ্রাম স্বর্ণালংকার। 

আটক ব্যক্তিরা হলেন, বিমানবন্দরের কর্মী মো. নাইমুর রহমান তন্ময় এবং দুবাই প্রবাসী মো. আলমগীর।

বিমানবন্দর আর্মড পুলিশের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, দুবাই থাকা অবস্থাতেই আলমগীর তন্ময়ের সঙ্গে স্বর্ণ পাচারে সহযোগিতার বিনিময়ে ১৫ হাজার টাকার চুক্তি করেন।

পরিকল্পনা অনুযায়ী ফ্লাইট থেকে নেমে আলমগীর বেল্ট এরিয়ায় তন্ময়ের সাথে যোগাযোগ করেন। সেখানে থেকে তন্ময় ৩ পিস গোল্ডবার সংগ্রহ করে আলমগীরের মালামালসহ গ্রীন চ্যানেল অতিক্রম করেন তিনি। এ সময় বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাদা পোশাকের গোয়েন্দা দলের নজরে পরে যান তারা। কাস্টমস গ্রীন চ্যানেল পার হয়ে বিমানবন্দর থেকে বের হবার সময় তাদের আটক করে আর্মড পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সব স্বীকার করেন আলমগীর ও তন্ময়। তন্ময়ের কাছ থেকে জব্দ করা হয় ৩৪৮ গ্রাম ওজনের তিনটি গোল্ডবার। আর আলমগীরের কাছ মেলে ৯৯ গ্রাম স্বর্ণালংকার।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।