স্পেনে মুখ্যমন্ত্রী, সঙ্গে তিন প্রধানের কর্তারা! কী ভাবছে ফুটবল মহল?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালে স্পেন এবং দুবাইয়ে ১১ দিনের সফরের জন্য রওনা হয়েছেন। এই সময়ে তিনি রাজ্যে বিনিয়োগ আকর্ষণ করতে ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

মুখ্যমন্ত্রী মঙ্গলবার সকালে মিনিটে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে উড়ে যান। পরের দিন স্পেনের রাজধানী মাদ্রিদে যাওয়ার আগে সংযোগকারী ফ্লাইট না থাকার কারণে তিনি পশ্চিম এশিয়ার শহরে রাত কাটাবেন।

তিনি জানিয়েছিলেন যে, ‘আমরা মাদ্রিদে তিন দিন থাকব, এই সময়ে আমরা একটি ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে যোগ দেব এবং অনাবাসী বাঙালিদের সঙ্গে দেখা করব। সেখান থেকে, আমরা ট্রেনে করে বার্সেলোনায় যাব, সেখানে আমরা বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস)-এর জন্য দুই দিনের বৈঠকে অংশ নেব।

মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী এবং কলকাতার বিখ্যাত ফুটবল ক্লাব মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়ের সিনিয়র আধিকারিকরা।

তিনি জানিয়েছেন যে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, মাদ্রিদে তাঁর সঙ্গে যোগ দেবেন। গাঙ্গুলি বর্তমানে লন্ডনে রয়েছেন।

আরও পড়ুন: EXCLUSIVE: নারদা তদন্তে গতি, ম্যাথু স্যামুয়েলকে তলব সিবিআইয়ের

বার্সেলোনায় থাকাকালীন তিনি কোনও ফুটবল ক্লাবের কোনও পদাধিকারীর সঙ্গে দেখা করবেন কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কিছু চমক থাকুক। আমি যখন সেখানে যাচ্ছি, আমি বাংলার জন্য কিছু করতে চাই’। রাজ্য সরকারের সূত্র জানা গিয়েছে, বার্সেলোনায় থাকার সময় তিনি লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের সঙ্গে দেখা করতে পারেন।

মঙ্গলবার সকালে বিমানবন্দরে দাঁড়িয়ে মোহনবাগান কর্তা দেবাশিস দত্ত জানিয়েছেন, ‘এই প্রথমবার কোনও মুখ্যমন্ত্রী ফুটবল ডেলিগেশন নিয়ে বিদেশ যাচ্ছেন। আমাদের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ও যোগ দেবেন। স্পেন মানেই ফুটবল আর ভারতে ফুটবল মানেই কলকাতা। সেখানে বেশ কিছু বৈঠক হবে যদিও এই বিষয়ে বিশেষ কিছু বলা সম্ভব নয়। আমাদের সঙ্গে ইস্টবেঙ্গল এবং মহামেডানের কর্তারাও থাকবেন’।

আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, ‘আমার মনে হয় এটা একটা অত্যন্ত ভালো পদক্ষেপ। কারণ স্পেন বা এই ধরনের দেশের ক্লাবগুলো, ইউরোপীয় দেশের ক্লাবগুলো পৃথিবীর ফুটবলের সামনের সারিতে আছে। সেখানে যদি আমাদের ক্লাবরা যায়, সেখানকার ব্যাবস্থাপনা, কীভাবে তাঁরা ক্লাব চালাচ্ছে, কীভাবে ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা দেখে, আমার মনে হয় এটা একটা ভালো অভিজ্ঞতা হবে সবার জন্য। এমনি ভিসিট করা এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যাওয়া মানে সেখানে সবকিছু দেখতে পাবে, ম্যানেজমেন্টেরর সঙ্গে দেখা কথা বলতে পারবে সবকিছু জানতে পারবে। আমার মনে হয় সেটা ভালো হবে’।

আরও পড়ুন: West Bengal Government: বিদেশ যেতে যেতেই প্রশাসনে বিরাট রদবদল মমতার, বদলে গেল বহু জেলাশাসক!

এই বিষয়ে প্রাক্তন ফুটবলার রজত ঘোষ দস্তিদার জানিয়েছেন, ‘মূলত দুটি জিনিসের দিকে আমি তাকিয়ে আছি তাঁর মধ্যে প্রথম হল যে রাজ্য সরকার যদি কোনও অ্যাকাডেমি গড়ে তুলতে পারে স্প্যানিশ ফুটবল সংস্থার সঙ্গে কোলাবরেশনে তাহলে আগামির ফুটবলাররা উপকৃত হবে। এর পাশপাশি আরেকটা যেদিকে তাকিয়ে আছি তা হল সুদুরপ্রসারি প্রকল্পনার কিছু প্রয়জনিয়তা আছে বলে আমি মনে করি। কারণ বাংলা তথা ভারতীয় ফুটবল তখনই উপকৃত হবে যখন গ্রাসরুট লেভেলের খেলোয়াড়দের বেসিকটা ভালো করতে পারি। আন্তর্জাতিক লেভেলে ভালো করতে বেসিক ভালো হওয়া জরুরি’।

তিনি আরও বলেন যে শেষ কিছু খেলায় দেখা গেছে যে লেবাননের মতো দলের খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে ভারতীয় খেলোয়াড়রা। কিন্তু মূল সমস্যা হল আমরা শারীরিকভাবে উইক এবং প্রাথমিকপাঠে একটু দুর্বল।

প্রাক্তন খেলোয়াড় মেহতাব হোসেন জানিয়েছেন, ‘চিন্তাধারা খুব ভালো। খারাপ লাগে আন্ডার ১৬-তে বাংলার কোনও ছেলে নেই। ভালো হয় যদি স্পেনের সঙ্গে কোনও কলাবরেশন হয়। আমার মনে হয় ঠিক লোক যদি ঠিক জায়গায় থাকে তাহলে ঠিক আছে। মডার্ন চিন্তাধারা রাখতে হবে, উন্নতির কথা ভাবতে হবে। ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে আসার কথা ভাবতে হবে’।           

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)