Centre Sends Team For Assistance As Kerala Experiences 2 Death For Nipah Virus

তিরুবনন্তপুরম: ভয় ধরাচ্ছে ‘নিপা’ ভাইরাস (Nipah Virus)। এর মধ্যেই এই ভাইরাসের সংক্রমণে কেরলের (Kerala) কোঝিকোড়ে দু’জনের প্রাণ গিয়েছে (Nipah Virus Death)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya) স্বয়ং এ কথা জানান। পরিস্থিতি হাতের বাইরে বেরোনোর আগেই একটি কেন্দ্রীয় দলকে কেরলে পাঠানো হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।  ‘নিপা’ ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকারকে সাহায্য করাই তাঁদের প্রধান লক্ষ্য, সংযোজন তাঁর। কিন্তু এতটা তৎপরতা কেন? উত্তরটা একই সঙ্গে উদ্বেগের এবং জটিলও বটে। 

যা জানা গেল..
কেরলের বেসরকারি হাসপাতালে দুটি ‘অস্বাভাবিক’ মৃত্যুর খবর গত কাল অর্থাৎ সোমবার হঠাৎ ছড়াতেই নির্দিষ্ট জেলায় ‘অ্যালার্ট” জারি করা হয়। তার পরই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর তরফে নিশ্চিত ভাবে জানানো হয়, দু’জনের মৃত্যুই ‘নিপা’ ভাইরাস সংক্রমণের জেরে হয়েছে। এর মধ্যে প্রথম ব্যক্তি মারা যান গত ৩০ অগাস্ট। দ্বিতীয় জনের মৃত্যু হয় গত কাল। 

কী ভাবে প্রস্তুতি নিচ্ছে কেরল?
এই মুহূর্তে কোঝিকোড়ে কন্ট্রোল রুম তৈরি করেছে রাজ্য প্রশাসন। বাসিন্দাদের স্পষ্ট বলা হচ্ছে, মাস্ক ব্যবহার না করলে বিপদ হতে পারে। অতএব এটির ব্যবহার জরুরি। তবে সতর্কতা মানে যে আতঙ্ক নয়, সেটা অতীতের মতো এবারও বোঝাতে চেয়েছে পিনারাই বিজয়নের প্রশাসন। মুখ্যমন্ত্রী বিজয়ন স্বয়ং জানান, সংক্রমিতদের সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছিলেন তাঁরা প্রত্যেকে চিকিৎসাধীন। ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু ঢিলেমি দেওয়ার কোনও প্রশ্ন ওঠে না। মাস্ক পরা থেকে শুরু করে সরকারি বিধিনিষেধ মানতে হবে।

অতীতেও ‘নিপা’-র দাপট কেরলে…
২০১৮ সালেও ‘নিপা’ ভাইরাসের তাণ্ডব চলেছিল কেরলে। নির্দিষ্ট করে বললে কোঝিকোড় এবং মালাপ্পুরম জেলায় এর দাপট সবথেকে বেশি দেখা যায়। পরে, ২০২১ সালে ‘নিপা’ সংক্রমণের মাত্র একটি ঘটনা নজরে এসেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাধারণত ‘ফ্রুট ব্যাট’ থেকে এই ভাইরাস ছড়ায়। মানুষ তো বটেই, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও এটি প্রাণঘাতী হতে পারে। শ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা, এমনকি অসুস্থতা ছাড়াও এই রোগে জ্বর, পেশিতে ব্যথা, মাথা যন্ত্রণা, বমির ভাব ইত্যাদি হতে চায়।  

কী দেখে সাবধান হবেন?

  • সাধারণত জ্বর এবং ‘এনসেফ্যালাইটিস’-এর মাধ্যমে আত্মপ্রকাশ করে এটি।
  • বার বার বমি হচ্ছে? তা হলে সতর্ক হওয়া ভাল। সঙ্গে  এই উপসর্গগুলি থাকলে আরও সজাগ হওয়া জরুরি।
  • ডায়েরিয়া ‘নিপা’ ভাইরাস সংক্রমণের অন্যতম লক্ষণ, মনে করেন বিশেষজ্ঞরা।
  • কাশি এবং গলা ধরার মতো উপসর্গও থাকতে পারে।
  • সংক্রমিত ব্যক্তির মাথায় অসহ্য যন্ত্রণা দেখা দিতে পারে।
  • ‘নিপা’ ভাইরাস’ আক্রান্তের ক্ষেত্রে শ্বাসকষ্টও দেখা যায়, জানান বিশেষজ্ঞরা।
  • কিছু কিছু ক্ষেত্রে ‘মাসল পেন’ এবং দুর্বলতাও থাকতে পারে।
  • সাধারণত বাদুর, শুয়োর, কুকুর এবং ঘোড়ার দেহে এই সংক্রমণ হয়। আক্রান্ত প্রাণীদের সংস্পর্শে এলে মানুষ আক্রান্ত হয়ে থাকে।

আরও পড়ুন:I.N.D.I.A জোটের বৈঠকে যাচ্ছেন না অভিষেক, কাল দেখা যেতে পারে ED-র দফতরে

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator