IND vs SL | Asia Cup 2023: কলম্বোয় ধেয়ে এল স্পিনের ঘূর্ণিঝড়…ওয়েলালাগের ছোবলে ভারত তুলল ২১৩!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুনিথ নেথমিকা ওয়েলালাগে (Dunith Nethmika Wellalage)। ২০ বছরের শ্রীলঙ্কার স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে একটি মাত্র বছর কাটিয়েছেন। খেলার অভিজ্ঞতা বলতে একটি টেস্ট, ১৩টি ওয়ানডে। বাইশ গজ তাঁর নামও জানত না ঠিক করে। তবে মঙ্গলবার কলম্বোয় ওয়েলালাগে যা করলেন, এবার থেকে তিনি মাঠে নামলে তাঁর দিকেই থাকবে নজর। শ্রীলঙ্কার আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ভারত ২২৮ রানে পাকিস্তানকে হারিয়ে লিখেছিল ইতিহাস! আর ঠিক সেই মাঠেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের (IND vs SL | Asia Cup 2023) ইনিংস শেষ হয়ে গেল মাত্র ২১৩ রানে। সৌজন্যে অবিশ্বাস্য ওয়েলালাগে। ১০ ওভার বল করে একাই তুলে নিলেন পাঁচটি উইকেট। খরচ করলেন মাত্র ৪০ রান। ওয়েলালাগের শিকার হলেন যাঁরা, তাঁরা প্রত্যেকেই মহারথী ব্য়াটার। এদিন  ওয়েলালাগের ঘূর্ণিতে নাস্তানাবুদ হলেন রোহিত শর্মা (Rohit Sharma), শুভমন গিল (Shubman Gill), বিরাট কোহলি (Virat Kohli), কেএল রাহুল (KL Rahul) ও হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)! বাকি চার উইকেট তুলে নিলেন চরিথ আশালঙ্কা (Charith Asalanka)। এক উইকেট মহেশ থিকসানার।

আরও পড়ুন: IND vs SL | Asia Cup 2023: টানা তিনদিন খেলা…রোহিত কি বিরক্ত? কেন খেলছেন না শার্দূল!

এদিন টস জিতে ভারত ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুটা দারুণ করেছিলেন রোহিত-শুভমন। ১১.১ ওভারে তাঁদের ব্যাট থেকে আসে ৮০ রান। ২৫ বলে ১৯ রান করে শুভমন ক্লিন বোল্ড হয়ে যান ওয়েলালাগের বলে। শুভমনকে দিয়ে ভারতের পতনের শুরু। এরপর রোহিত (৪৮ বলে ৫৩), বিরাটকেও (১২ বলে ৩) গিলে নেন তরুণ স্পিনার। ১৬ ওভারের মধ্যে ৯১ রানে ভারতের টপ অর্ডার ফিরে যায় সাজঘরে। এরপর ঈশান কিশান ও কেএল রাহুল কিছুক্ষণ ক্রিজে থাকেন। স্কোরবোর্ডে ৮৯ বলে ৬৩ রান যোগ করেন তাঁরা।

এরপর রাহুলও সেই ওয়েলালাগের ফাঁদে পা দিয়ে দেন। ৪৪ বলে ৩৯ রানে গত ম্যাচের সেঞ্চুরিকারীকে ফিরতে হয়। একেবারে কোহলিকে যে বলে আউট করেছিলেন, সেই বলেই রাহুলকে ফেরালেন ওয়েলালাগে। কট অ্যান্ড বোল্ডে লেখা হল তাঁর নামই। এরপর ঈশানও ফেরেন ৬১ বলে ৩৩ রান করে। আশালঙ্কার বলে ওয়েলালাগের হাতে ক্য়াচ তুলে দেন ঈশান। এরপর হার্দিক পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজার উপরেই ভরসা করেছিল ভারতীয় দল। কিন্তু এদিন সুপারফ্লপ হার্দিক-জাদেজা। দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারলেন না মিডল অর্ডারের দুই সুপারস্টার। হার্দিককে (৫) ওয়েলালাগে ও জাদেজাকে (৪) আশালঙ্কা ড্রেসিংরুমে পাঠান। আটে নেমে অক্ষর প্য়াটেল চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত থাকতে। তিনি ২৬ করেন ৩৬ বলে। 
 

আরও পড়ুন: Virat Kohli: ‘নভেম্বরে ৩৫ হবে, মাথায় রাখতে হবে তো…’! অকপট স্বীকারোক্তি কোহলির

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)