iPhone 15 made in India: এবার ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন! লঞ্চ করলেই কেনা যাবে ভারতে- রিপোর্ট

লঞ্চ করার প্রথম দিন থেকেই মিলবে আইফোন। আর হন্যে হয়ে অপেক্ষা করতে হবে না দীর্ঘদিন। এতদিনের ব্যবস্থায় এবার বদল আনছে প্রস্তুতকারী সংস্থা অ্যাপল। সংবাদসংস্থা ব্লুমবার্গের তরফে এমনই জানানো হয়েছে। এতদিন কোনও আইফোন মডেল লঞ্চ হলে ভারতে পৌঁছাতে সময় লাগত অনেকটা। আন্তর্জাতিক লঞ্চ হওয়ার বেশ কিছুদিন পর তা আসত ভারতের বাজারে। কিন্তু এবার সেই নীতিতে বদল আনবে অ্যাপল সংস্থা। সংস্থার বিশ্বস্ত সূত্রে এই খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

এর জন্য অবশ্য মডেলের উৎপাদন কেন্দ্রও স্থানান্তর করবে Apple। খবর, দক্ষিণ এশিয়াতে ফোনের সরবরাহ ঠিক রাখতে ভারতে উৎপাদন করা হবে ফোন। লঞ্চের দিনই ভারতের বাজারে পাওয়া যাবে Apple-র নজরকাড়া ফিচারের ফোন। সংখ্যায় উৎপাদন বাড়াতে চিনের উপর অনেকটা নির্ভর করছে Apple। তবে মেড-ইন-ইন্ডিয়া ফোনই এবার হাতে আসবে বলে খবর। চিন ও ভারতের জোড়া উৎপাদনই সামাল দেবে দক্ষিণ এশিয়ার বাজার। Apple-র উচ্চস্তরে পরিকল্পনা এমনটাই।

(আরও পড়ুন: মেদিনীপুরের স্কুল থেকে আমেরিকার ল্যাব! অক্লান্ত গবেষণাই দেবব্রতকে এনে দিল ভাটনগর)

অ্যাপল সেলস লাইভ: মঙ্গলবারই মার্কিন যুক্তরাষ্ট্রের হেড কোয়ার্টারে লাইভ করা হবে উদ্বোধন অনুষ্ঠানের। এই দিন আইফোন ১৫-এর উদ্বোধন করা হবে সেখানে। সারা বিশ্ব থেকে সেই লাইভ অনুষ্ঠান দেখা যাবে। সাধারণত আনুষ্ঠানিক উদ্বোধনের ১০ দিনের মধ্যে বাজারে চলে আসে ফোন। এবারেও তাই হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও একই অনুষ্ঠানে আপডেটেড অ্যাপল ওয়াচ ও এয়ারপডের উদ্বোধন করা হবে। প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার স্থানীয় সময় সকাল দশটায় উদ্বোধন করা হবে আইফোন ১৫-এর।

 সরবরাহকারী সংস্থা ফক্সকন টেকনোলজিতে আইফোনের উৎপাদন শুরু হয়েছে বলে জানা গিয়েছে। দক্ষিণ তামিলনাডুতে গত মাসে উৎপাদনের কাজ পুরোদমে শুরু হয়। সেখান থেকেই গোটা দেশের বাজারে ফোন সরবরাহ হবে বলে সূত্রের খবর। দেশের ভিতরে আইফোনের এই উৎপাদনকে অনেকেই বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন। এর আগে চিনে তৈরি আইফোনই বাজার ছেঁয়ে থাকত। নয়া ব্যবস্থাতেই আইফোনের ব্যবসাতেও বদল আসবে বলে মনে করা হচ্ছে। সারা বিশ্বেই আইফোন গ্রাহকের সংখ্যা বাড়ছে। সেই বাড়তি চাহিদাকে সামাল দিতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।