Sports Highlights: এশিয়া কাপের ফাইনালে ভারত, কাউন্টিতে চাহালের ভাল শুরু, এক নজরে খেলার সব খবর

<p><strong>কলকাতা:</strong> শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪১ রানে দুরন্ত জয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। কাউন্টি ক্রিকেটে চাহালের দারুণ শুরু। এক নজরে খেলার সারাদিনের সেরা খবরগুলি।</p>
<p><strong>ফাইনালে ভারত</strong></p>
<p>শ্রীলঙ্কার হয়ে দুনিথ ওয়ালালাগে ও চরিথ আসালঙ্কা ভারতীয় ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছিলেন। ২১৪ রানের পুঁজি হাতে নিয়ে ভারতকে জয় এনেও দিলেন স্পিনাররা। গতকাল পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার পর এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে চার উইকেট নিলেন কুলদীপ যাদব। দুই উইকেট নেন রবীন্দ্র জাডেজা। ১৭২ রানে অল আউট হয়ে গেল শ্রীলঙ্কা।</p>
<p><strong>চাহালের ভাল শুরু</strong></p>
<p>ভারতের <a title="এশিয়া কাপ" href="https://bengali.abplive.com/topic/asia-cup-2022" data-type="interlinkingkeywords">এশিয়া কাপ</a>&nbsp;দলে তিনি নেই। বাদ পড়েছেন বিশ্বকাপের প্রাথমিক দল থেকেও। তবে কাউন্টি ক্রিকেটে (County Championship) নিজের অভিষেক ম্যাচে বল হাতে কিন্তু দুরন্ত পারফর্ম করলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে কেন্টের (Kent) হয়ে তিন উইকেট নিলেন তিনি। চাহাল ও অ্যারন নিজারের যুগলবন্দিতেই কেন্টের ৪৪৬ রানের জবাবে ২৬৫ রানেই শেষ হয়ে যায় নটিংহ্যামশায়ারের প্রথম ইনিংস।</p>
<p><a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ে ব্রাত্য, ঘরোয়া তেমন কোনও বড় টুর্নামেন্ট আপাতত নেই। তাই এই সময়টিকে কাজে লাগিয়ে কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে সই করেছেন চাহাল। তবে ভারতের তারকা স্পিনারবেশি নয়, মাত্র তিনটি ম্যাচের জন্য লন্ডনের কাউন্টির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কাউন্টি অভিজ্ঞতার জন্য বেশ মুখিয়েও ছিলেন চাহাল। আর প্রথমবার মাঠে নেমেই নিজের দক্ষতাও প্রমাণ করে দিলেন তিনি।</p>
<p><strong>রোহিতের ১০ হাজার রান</strong></p>
<p>এশিয়া কাপের মঞ্চে ওয়ান ডে ফর্ম্য়াটে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন রোহিত শর্মা। (Rohit Sharma ODI Record) ওয়ান ডে ক্রিকেট কেরিয়ারে ১০ হাজার রান পূরণ করলেন হিটম্যান। শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্য়াচে খেলতে নেমেই এই নজির গড়েন ভারত অধিনায়ক। ওয়ান ডে কেরিয়ারে নিজের ২৪১ তম ইনিংসে ব্য়াট করতে নেমে ২৩ তম রান করার পথে ওয়ান ডে কেরিয়ারে ১০ হাজার রান পূরণ করেন রোহিত। ভারতীয়দের মধ্যে ষষ্ঠ ব্য়াটার হিসেবে ১০ হাজার রান পূরণ করলেন হিটম্য়ান। বিশ্বের ব্যাটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম হিসেবে এই নজির গড়লেন রোহিত। তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। নিজের আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারে এখনও পর্যন্ত ৩০টি শতরান হাঁকিয়েছেন রোহিত।&nbsp;&nbsp;এখনও পর্যন্ত ২৪১ ইনিংস খেলে ১০ হাজার রান পূরণ করলেন <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a>। বিরাট ২০৫ ইনিংসে এই মাইলস্টোনে পৌঁছেছিলেন। সচিন তেন্ডুলকর ২৫৯ ইনিংস নিয়েছিলেন।&nbsp;</p>
<p><strong>ধোনির চকোলেটপ্রীতি</strong></p>
<p>বর্তমানে যুক্তরাষ্ট্রে নিজের ছুটি কাটাচ্ছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। দিনকয়েক আগেই তাঁকে যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গল্ফ খেলতে দেখা গিয়েছিল। যুক্তরাষ্ট্র ওপেনে কার্লোস আলকারাজ়ের ম্য়াচেও দর্শকাসনে উপস্থিত ছিলেন ধোনি। এবার ফের একবার তাঁর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।</p>
<p>বিশ্বের যে প্রান্তেই যান না কেন, ধোনির জনপ্রিয়তা যে ঠিক কতটা, সেই বিষয়ে নতুন করে কিছু বলার নেই। তাঁকে দেখে তাই অট্রোগ্রাফ, সেলফি আবদার করাটাও খুবই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রেও ধোনিকে দেখেই তাঁকে ছোট ছোট ব্যাটে অটোগ্রাফ দেওয়ার আবদার করেন এক অনুরাগী। এতদূর পর্যন্ত ঠিকই ছিল। এরপরই সম্প্রতি ভাইরাল হওয়া সেই ভিডিওতে ধোনিকে বলতে শোনা যায়, ‘আমার চকোলেট ফেরত দাও।'</p>
<p>ধোনির থেকে অটোগ্রাফ চাওয়া অনুরাগীর হাতে একটি বাক্স দেখা যায়। সম্ভবত সেটি ধোনিরই বাক্স ছিল যেটা তিনি অটোগ্রাফ দেওয়ার সময় তাঁকে ধরতে দিয়েছিলেন। কিন্তু সেই কথা হয়তো ভুলেই গিয়েছিলেন সেই অনুরাগী। তবে ধোনি নিজের চকোলেটের বাক্স ফেরত নিতে কিন্তু ভোলেননি।&nbsp;</p>
<p><strong>শ্রেয়সকে বিশ্রাম</strong></p>
<p>পাকিস্তানের বিরুদ্ধে একাদশে ছিলেন না তিনি। টসের সময় অধিনায়ক রোহিত জানিয়েছিলেন অনুশীলনে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) হালকা চোট পেয়েছেন। তাঁর ব্যাক স্প্যাজ়মের জন্যই তিনি ম্যাচে খেলছেন না। শ্রীলঙ্কার বিরুদ্ধেও (IND vs SL) কিন্তু মাঠে নামতে পারলেন না ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার। বিসিসিআইয়ের (BCCI) তরফে তাঁর মেডিক্যাল আপডেট দেওয়া হল।</p>
<p>বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তরফেই শ্রেয়স আইয়ারকে আজকের ম্যাচের জন্য বিশ্রাম নিতে পরামর্শ দেওয়া হয়েছে। সেই কারণেই তিনি দলের সঙ্গে মাঠেও আসেননি। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, ‘<a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a>&nbsp;আগের থেকে সুস্থ অনুভব করছেন। তবে তাঁর ব্যাক স্প্যাজ়ম এখনও সম্পূর্ণ সারেনি। বিসিসিআইয়ের মেডিক্যাল তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে এবং সেই কারণেই ওঁ দলের সঙ্গে সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের জন্য মাঠেও আসেননি।'</p>
<p>আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন</p>
<p><a title="https://t.me/abpanandaofficial" href="https://t.me/abpanandaofficial" target="_self">https://t.me/abpanandaofficial</a></p>
<p><strong>আরও পড়ুন: <a title="বিশ্ব ঘুরে বিশ্বকাপ এল আনন্দবাজার পত্রিকার দফতরে" href="https://bengali.abplive.com/district/cricket-world-cup-came-to-the-office-of-anandabazar-newspaper-office-1008246" target="_self">বিশ্ব ঘুরে বিশ্বকাপ এল আনন্দবাজার পত্রিকার দফতরে</a></strong></p>