‌হাবড়ায় পাগলা কুকুরের কামড়ে তোলপাড় অবস্থা, আতঙ্কে লাঠি হাতে বেরচ্ছেন বাসিন্দারা

পাগলা কুকুরের কামড়ে এখন আতঙ্কে ভুগছেন হাবড়াবাসী। কারণ এলাকায় ঘুরে বেড়াচ্ছে একটি পাগলা কুকুর। আর সে ছুটে এসে রাস্তায় স্থানীয় বাসিন্দাদের কামড়ে দিচ্ছে। ওই পথে কেউ গেলেই তাঁকে আঁচড়ে কামড়ে মারাত্মক জখম করছে কুকুরটি। তার আক্রমণে এখনও পর্যন্ত ২৫ জন জখম হয়েছেন। পথে পাগলা কুকুরের অতর্কিত হামলা থেকে বাঁচতে এখন লাঠি নিয়ে রাস্তায় বেরোচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দু’জন কুকুরের কামড়ে মারাত্মক জখম হয়েছেন। তাঁদের কলকাতার বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। কুকুরটিকে ধরার কাজ শুরু করেছে প্রশাসন।

এদিকে এত মানুষকে কামড়ের খবরে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। হাবড়ার দেশবন্ধু পার্ক, হিজলপুকুর, হাবড়া–১ ও ২ নম্বর গেট, স্টাফ কোয়ার্টার, হাবড়া বাজার এবং স্টেশন এলাকায় ঘুরে বেড়াচ্ছে পাগলা কুকুর। এই পাগলা কুকুর রাতে থানাতেও ঢুকে পড়েছিল। স্থানীয় সূত্রে খবর, এক রাতের মধ্যেই অন্তত ২৫ জনকে আঁচড়ে কামড়ে জখম করেছে এই পাগলা কুকুর। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। দু’‌জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় রেফার করা হয়েছে। আহতদের দেখতে হাবড়া হাসপাতালে আসেন পুরপ্রধান।

অন্যদিকে খবর পেয়ে অকুস্থলে আসেন হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা। তিনি চিকিৎসা ব্যবস্থার খতিয়ে দেখেন। পাগলা কুকুরটিকে ধরার ব্যবস্থা করেন। আর সাধারণ মানুষকে সচেতনভাবে চলাফেরা করতে পরামর্শ দেন। এই পাগলা কুকুরের কাণ্ড নিয়ে তিনি বলেন, ‘আমি হাবড়া হাসপাতালে চলে আসি খবর পেয়ে। একটি কুকুর দু’নম্বর রেলগেট থেকে স্টাফ কোয়াটার্স পর্যন্ত অন্তত বেশ কয়েকজনকে কামড়েছে। মানুষ খুব আতঙ্কে রয়েছেন। সবাইকে বললাম, একটু সাবধানে থাকতে। পশু চিকিৎসকদের খবর দিয়েছি। পশুপ্রেমীদেরও খবর পাঠিয়েছি। মানুষকে একটু সচেতন থাকতে আবেদন করছি।’

আরও পড়ুন:‌ ইডি অফিসে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশ্নপত্র নিয়ে প্রস্তুত অফিসাররা

কেমন ঘটনা ঘটছে হাবড়ায়?‌ বেলা গড়িয়ে গেলেও ওই পাগলা কুকুরকে কেউ বাগে আনতে পারেনি। এখনও হাবড়া এলাকার মধ্যেই ঘুরে বেড়াচ্ছে ওই পাগলা কুকুর। ফলে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ভয়ে রাস্তায় বেরোতে পারছেন না স্থানীয় মানুষজন। আবার আতঙ্কিত কিছু সাধারণ মানুষ লাঠি হাতে পা বেরোচ্ছেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‌হঠাৎ এলাকায় বিকট আওয়াজ করতে শোনা যায়। জানালা দিয়ে উঁকি মেরে দেখি একটা পাগলা কুকুর চেঁচাচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে কামড়েছে বলে খবর পেয়েছি। তাই বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছি। আতঙ্কে আছি।’‌