Novak Djokovic Breaks Down In Tears During Celebration Of US Open Win With Serbia Basketball Team Get To Know

বেলগ্রেড: কিছুদিন আগেই কেরিয়ারের ২৪ তম গ্র্যান্ডস্লাম জিতে নিয়েছেন। কেরিয়ারের চতুর্থ যুক্তরাষ্ট্র ওপেন (US Open 2023) খেতাব জিতেছেন। বিশ্ব টেনিসের জীবন্ত কিংবদন্তির পর্যায়ে নিজেকে নিয়ে গিয়েছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে ড্যানিল মেদভেদেভের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় ছিনিয়ে নিয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা। দেশে ফিরে ২৪ তম গ্র্যান্ডস্লাম জয়ের সেলিব্রেশনে মেতে উঠেছিলেন সার্বিয়ান বাস্কেটবল দলের সঙ্গে। আর সেখানেই আবেগ চেপে রাখতে পারলেন না। অঝোরে কাঁদলেন পুরুষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের মালিক। 

 

বেলগ্রেডের সিটি হলে নোভাক জকোভিচ সার্বিয়ান বাস্কেটবল দলের সঙ্গে সেলিব্রেশনে উপস্থিত হয়েছিলেন। হাজার হাজার দর্শক সেখানে উপস্থিত ছিলেন জোকারকে দেখার জন্য। জায়ান্ট স্ক্রিনে টেনিস তারকার ছবি ভেসে আসতেই দেখা যায় যে কান্নায় ভেঙে পড়ছেন তিনি। সার্বিয়ান বাস্কেট বল দলের সদস্যরা জোকারকে জড়িয়ে ধরেন সেই সময়। 

উল্লেখ্য, বছর দু’য়েক আগে ফ্লাশিং মিডোতেই নোভাক জকোভিচকে তিন সেটের লড়াইয়ে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন দানিল মেদভেদেভ। সেই রাশিয়ানকে হারিয়ে চতুর্থ যুক্তরাষ্ট্র ওপেন জিতলেন জকোভিচ। এর আগে ২০১১, ২০১৫ ও ২০১৮ সালেও এই খেতাব সার্বিয়ানের হাতে উঠেছিল। পছন্দের উইম্বলডন ফাইনালে পরাজিত হলেও, এই বছরে বাকি তিন স্ল্যামেই ‘জোকার-রাজ’ দেখল টেনিসবিশ্ব। 

২০২২১ সালে মেদভেদের বিরুদ্ধে তিন সেটের লড়াইয়ে হারতে হয়েছিল জকোভিচকে। সেই তিনি সেটের ম্যাচেই এবার জয় পেলেন জকোভিচ । সব মিলিয়ে নিজের ২৪তম গ্র্যান্ডস্ল্যাম জিতে মার্গারেট কোর্টের রেকর্ড স্পর্শ করলেন ‘জোকার’। ম্যাচের স্কোর জকোভিচের পক্ষে ৬-৩, ৭-৬ (৫), ৬-৩। তবে ম্যাচের স্কোরলাইন যাই হোক না কেন, ক্লান্তি ও দুরন্ত মেদভেদেভ কিন্তু জকোভিচের এই জয়ের পথে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন।

দুই তারকার দ্বিতীয় সেট ১০৪ মিনিট ধরে চলে। দেড় সেট মতো জকোভিচের দাপট দেখা গেলেও, ম্যাচে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা করেছিলেন মেদভেদেভ। এক পয়েন্টের জন্য ৩১ শটের ব়্যালির পর জকোভিচের ক্লান্তি চোখেমুখে ধরা পড়ে। তবে জকোভিচ নিজের দক্ষতা ও অভিজ্ঞতা দেখিয়ে সেট পয়েন্ট তো বাঁচানই জিতে নেন সেটও। তৃতীয় সেটে অবশ্য তেমন আর কসরত করতে হয়নি জকোভিচকে। স্ট্রেট সেটে তিনি ম্যাচ ও স্ল্যাম জিতে নেন।