Abhishek Banerjee: সাড়ে ৯ ঘণ্টা পরে ইডির দফতর থেকে বেরিয়েই বোমা ফাটালেন অভিষেক, ‘নির্যাস মাইনাস-২’

প্রায় ৯ ঘণ্টার জেরা শেষ করে রাত ৮টা ৫০ মিনিটে ইডির দফতর থেকে বের হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবল বৃষ্টি মাথায় করে বের হলেন তিনি। তিনি বলেন ইডির জিজ্ঞাসাবাদে সময় নষ্ট। কার্যত বোমা ফাটালেন তিনি।  

এদিন ইডির দফতর থেকে বেরিয়েই তিনি বলেন, ইডির অফিসাররা কাজ করছেন। তাঁদের কোনও দোষ দেব না। রাজনৈতিক প্রভূদের জন্য় তাঁদের অনেক কাজ করতে হয়। ৯ ঘণ্টা সাড়ে ঘণ্টা জিজ্ঞাসাবাদে নির্যাস হল শূন্য। আগে শূন্য বলেছিলাম আজ বলি মাইনাস ২। এরপর ডাকলে হয়ে যাবে মাইনাস ৪ হ। যত ডাকবে তত মাইনাস হয়ে যাবে। যারা রাজনৈতিকভাবে লড়তে পারে না তারা রাজনৈতিক জমি ফেরৎ পাওয়ার জন্য এসব করছে। তবে ধূপগুড়িতে হেরে যাওয়ার পরে যদি ওরা ভাবে ইডি ডাকলে ওটা ফেরৎ পাওয়া যাবে সেটা হবে না। 

‘আপনারা জানেন সমণ্বয় কমিটি তৈরি হয়েছিল। ১৪ জন প্রতিনিধিকে নিয়ে কমিটি তৈরি হয়েছিল। সব দল ছেড়ে দিয়ে আমায় নোটিশ দেওয়া হল। ৪টের সময় দিল্লিতে বৈঠক হয়েছিল। ১২ বা ১৪ বা ১৫ বা ১৬ তারিখে ডাকলে বৈঠকে থাকতে পারতাম। বিজেপি বেছে বেছে তৃণমূলকে ডেকেছে। ইন্ডিয়া জোটের গঠনে তৃণমূলের ভূমিকা কী এটা আরও একবার পরিষ্কার হয়ে গেল। আমি সকলকে নত মস্তকে বিনম্র প্রণাম জানাচ্ছি যাঁরা আজ মিটিংয়ে ছিলেন।’ 

‘যা যা প্রশ্ন করেছে যতটুকু জানার কথা সবটা বলেছি। বলেছি আবার ডাকলে যাব। আমি কোথাও যাচ্ছিল না। ৯৬ ঘণ্টা জেরা করলেনও কিছু যায় আসে না।…..’

তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছে। এতদিন হয়ে গেল কী হল! ’

এমনকী ফেলুদার গল্পের কথাও জানালেন তিনি। ‘ইডি আর সিবিআইয়ের তদন্ত জটায়ুর মতো। ওরা আগে ঠিক করে নেয় এর উপর অপরাধ চাপিয়ে দিতে হবে।’

আর চাকরির প্রতিশ্রুতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি চাকরি দেব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম? আপনি ছিলেন সেই মিটিংয়ে? আপনার চ্যালেন কেন গুজরাটে খোলেননি? ’

সেই সঙ্গেই তিনি বলেন, লিপস অ্য়ান্ড বাউন্ডসে টাকা ঢুকেছে সেটা নিয়ে ১০ পয়সা প্রমাণ করে দেখাক। 

সেই সঙ্গেই তিনি বলেন, নারদায় শুভেন্দু অধিকারীকে কেন ডাকা হচ্ছে না? নারদায় শুভেন্দুকে দিয়ে গ্রেফতার করা শুরু হোক।