India Football Team Coach Igor Stimac Breaks Silence On Astrologer Controversy: ‘Time To Put All Cards On Table’

নয়াদিল্লি: বেনজির বিতর্কে তোলপাড় ভারতীয় ফুটবল (Indian Football)। অভিযোগ উঠেছে, ভারতীয় দল গঠনে জ্যোতিষীর পরামর্শ নিয়েছেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। এ জন্য নাকি বিরাট অঙ্কের পারিশ্রমিকও দেওয়া হয় ওই জ্যোতিষীকে। সেই বিতর্কে এবার মুখ খুললেন স্তিমাচ।

অভিযোগ, এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে স্তিমাচ বার্তা পাঠিয়েছিলেন দিল্লির জ্যোতিষী ভূপেশ শর্মাকে। তাঁর সঙ্গে স্তিমাচের আলাপ করিয়ে দিয়েছিলেন ভারতীয় ফুটবল সংস্থারই এক কর্তা। ৯ জুন স্তিমাচ নাকি সেই জ্যোতিষীকে লিখেছিলেন, ‘১১ জুন রাত সাড়ে ৮টা থেকে ম্যাচ শুরু। সেই খেলার জন্য ফুটবলারদের তালিকা পাঠালাম। এখানে সব তথ্য রয়েছে।’ যে তালিকার কথা স্তিমাচ বলেছেন সেটি আসলে ভারতের প্রথম একাদশ। চোটের কারণে ভারতীয় দল সেই সময় বিপর্যস্ত। ওই দিন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ ছিল ভারতের। ওই ম্যাচটি জিততেই হতো যোগ্যতা অর্জন করার জন্য।

স্তিমাচের বার্তা পাঠানোর এক ঘণ্টার মধ্যে উত্তর দেন ভূপেশ। প্রত্যেক ফুটবলারের নামের পাশে সেই জ্যোতিষী নিজের মতামত লেখেন। ভূপেশ কারও নামের পাশে লেখেন, ‘ভাল’, কারও নামের পাশে, ‘অতিরিক্ত আত্মবিশ্বাস না দেখালে ভাল খেলবে’, কারও পাশে লেখা, ‘ভাল দিন, তবে খুব আগ্রাসী হয়ে যাবে।’ ১১ জুন ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে যখন দল ঘোষণা হচ্ছিল, সেই সময় দু’জন ফুটবলার বাদ পড়েন। জ্যোতিষীর মতে সেই দিন তাঁদের ভাগ্য ভাল ছিল না বলে দলে জায়গা হয়নি সেই দুই ফুটবলারের।

জানা গিয়েছে, গত বছর মে-জুন মাসে স্তিমাচ এবং জ্যোতিষীর মধ্যে একশোরও বেশি বার্তা আদানপ্রদান হয়েছে। সেই সময় ভারত জর্ডনের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছিল। সেই সঙ্গে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খেলেছিল কম্বোডিয়া, আফগানিস্তান এবং হংকংয়ের বিরুদ্ধে। 

 

বিতর্কের মুখে স্তিমাচ তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘নিশানা করা উচিত নাকি ভারতীয় ফুটবলের উন্নয়নের জন্য সৎ চরিত্র বলা উচিত? টেবিলে সব কার্ড ফেলে দেখার সময় হয়েছে ভারতীয় ফুটবলের ভাল কে চায়। কারও সম্পর্কে কিছু বলার আগে ভাল করে ভাবুন। সকলকে সমর্থন করার জন্য ধন্যবাদ’।

আরও পড়ুন: ২০১৮ সালে ফাইনালে তোলা কোচকেই ফের সন্তোষ ট্রফির জন্য বাংলা দলের দায়িত্ব দেওয়া হল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial