আইএসএলে প্রথম ডার্বি ঘিরে অনিশ্চয়তা! দুই প্রধানকে চিঠি ক্রীড়ামন্ত্রীর… Uncertainty looms over first derby in ISL

অর্কদীপ্ত মুখোপাধ্যায়: আর বেশি দেরি নেই। সেপ্টেম্বরেই শুরু হচ্ছে আইএসএল। কিন্তু লক্ষ্মীপুজোর দিনে ডার্বি! কলকাতায় মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তা। দুই ক্লাবকেই চিঠি দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন: Asian Games 2023: ‘১০০ দিনের কাজ থেকে ফুটবল, সবেতেই বাংলাকে বঞ্চনা কি প্রতিহিংসায়?’

২০২৩-২৪ মরশুমে আইএসএলের প্রথমভাগের সূচি ঘোষিত। ডিসেম্বর পর্যন্ত সমস্ত ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছেন উদ্যোক্তরা। যুবভারতীতে প্রথম ডার্বি ২৮ অক্টোবর। দুর্গাপুজো তখন শেষ। কিন্তু কলকাতায় যেদিন মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল, সেদিন লক্ষ্মীপুজো! তাহলে? ‘পুলিসি নিরাপত্তা দেওয়া সম্ভব নয়’, ময়দানের দুই প্রধানকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন: Mohun Bagan: এই তিন দলই আইএসএলে দেবে বেগ! ভবিষ্যদ্বাণী ফেরান্দোর, আশিকের চোট নিয়ে এল মেগা আপডেট

পুজোর সময়ে আরও ২ ম্যাচ রয়েছে কলকাতায়। ২১ অক্টোবর, সপ্তমীর দিন আইএসএলেই গোয়ার বিরুদ্ধে ম্য়াচ ইস্টবেঙ্গলের। ২৪ অক্টোবর, দশমীর দিন আবার এএফসি কাপে বসুন্ধরার বিরুদ্ধে খেলা রয়েছে মোহনবাগানের। যুবভারতীতে সেই দুটি ম্যাচ ঘিরেও রয়েছে অনিশ্চয়তা।

এদিকে চলতি মরশুমে দুটি ডার্বি হয়েছে ডুরান্ড কাপে। গ্রুপ পর্বে জিতেছে ইস্টবেঙ্গল, আর ফাইনালে মোহনবাগান। আইএসএলে কী হবে? নজর ছিল দুই দলের সমর্থকদেরই। কিন্ত সেই ম্যাচের ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)