দিনে দুপুরে আসানসোলে পেট্রোল পাম্পে চলল গুলি, অল্পের জন্য বাঁচলেন মহিলা কর্মী

আসানসোল শিল্পাঞ্চল কি ক্রমশ দুষ্কৃতী আর বেআইনি আগ্নেয়াস্ত্রের মুক্তাঞ্চল হয়ে উঠছে? পর পর ২ দিন গুলি চলার ঘটনায় উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। বুধবারের পর বৃহস্পতিবারও সেখানে চলল গুলি। এদিন গুলি চলে সালানপুরে একটা পেট্রোল পাম্পে। অল্পের জন্য রক্ষা পান এক মহিলা পাম্প কর্মী। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ সালানপুরের আয়ুষ ফিলিং সেন্টারে একট স্কুটারে করে তেল ভরতে আসে ৩ যুবক। পেট্রোল পাম্পে তখন দায়িত্বে ছিলেন এক মহিলা কর্মী। তেল ভরার সময়ই চুলের মুঠি করে তাঁর মাথায় বন্দুক তাক করে এক দুষ্কৃতী। মহিলা কোনও ক্রমে চুল ছাড়িয়ে দোড় দেন। সঙ্গে সঙ্গে এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতী। গুলি মহিলার কান ঘেঁষে বেরিয়ে যায়। পেট্রোল পাম্পের কর্মীরা জানান, এর পর আরও ১ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। স্কুটারে করেই এলাকা ছেড়ে পালায় তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে তারা। দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু হয়েছে।

বলে রাখি, বুধবার আসানসোল দক্ষিণ থানা এলাকায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বোনকে খুন করার অভিযোগ ওঠে দাদার বিরুদ্ধে। পর পর এই ধরণের ঘটনায় শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, মুখ্যমন্ত্রী যখন শিল্প আনতে বিদেশ সফরে তখন এই ধরণের ঘটনা খারাপ নজির হয়ে উঠছে বিনিয়োগকারীদের কাছে। যার ফলে শিল্পাঞ্চলে বিনিয়োগ করতে আগ্রহ হারাতে পারেন তাঁরা।