গুণিজনদের বিচারিক হয়রানি করা হচ্ছে, অভিযোগ এবি পার্টির

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেছেন, নানাভাবে সারা দেশের গুণীজনদের বিচারিক হয়রানি করা হচ্ছে। ড. ইউনুস ও বিখ্যাত আলোকচিত্র শিল্পী শহীদুল আলমসহ সব গুণীজনের বিরুদ্ধে এই বিচারিক হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এবি পার্টি আয়োজিত সংহতি সমাবেশে তিনি এ অভিযোগ করেন। ‘অব্যাহত রাজনৈতিক নিপীড়ন, মিথ্যা মামলা, গুণীজন ও মানবাধিকার কর্মীদের বিচারিক হয়রানীর প্রতিবাদ’ শীর্ষক সভাটির আয়োজন করা হয় রাজধানীর বিজয়নগরে এবি মিলনায়তনে।

সভাপতির বক্তব্যে এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে সরকার যে ফ্যাসিবাদ কায়েম করেছে তাতে নাগরিকদের কারও সম্মান আর রক্ষা হচ্ছে না। জনবিচ্ছিন্ন হয়ে সরকার এখন ড. ইউনুসসহ গুণীজনদের বিরুদ্ধে একতরফা অনৈতিক যুদ্ধ ঘোষণা করেছে।’

দলের আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় সংহতি সভায় আরও বক্তব্য রাখেন শহীদুল আলম, ড. মোজাহেরুল হক, অ্যাডভোকেট মহসিন রশীদ, দিদারুল ভূইয়া প্রমুখ।