Water Transport: কলকাতায় জলপথেই অফিস যেতে পারবেন, ১০২১ কোটির স্বপ্নের প্রকল্প! যানজট অতীত

আপনি কি হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু কিংবা দ্বিতীয় হুগলি সেতু এলাকার কাছাকাছি থাকেন? তবে আপনার জন্য একটা সুখবর রয়েছে। এবার পশ্চিমবঙ্গ সরকার জলপথে পরিবহণের বড় প্রকল্প সামনে আনতে চলেছে। সব মিলিয়ে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় ১০২১ কোটি টাকা।

ইতিমধ্যেই কলকাতা মেট্রোপলিটান এলাকার ৪৪টি পুরসভাকে নিয়ে মিটিং করা হয়েছে। সেখানে পরিবহণ দফতরের কর্তারাও হাজির ছিলেন। মূলত রাজ্যের মধ্যে জলপথে পরিবহণ ব্যবস্থাটিকে আরও উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগ। এই বিশেষ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যের পরিবহণ ব্যবস্থার চিত্রটাই আমূল বদলে যেতে পারে।

এর মাধ্যমে ট্রাফিক জ্যামের কোনও ব্যাপার নেই। আপনি কাছের জেটি থেকে জলযানে চেপে পড়লেন। এরপর দিব্যি গঙ্গার হাওয়া খেতে আপনার গন্তব্যে চলে যেতে পারবেন।

সূত্রের খবর, নিবেদিতা সেতু, হাওড়া ব্রিজ ও দ্বিতীয় হুগলি সেতুর কাছাকাছি এলাকায় যারা বাস করেন তাঁদের এই ব্যবস্থার মধ্যে প্রচুর সুবিধা হবে।

এই নয়া প্রকল্পের মাধ্যমে রাজ্যের মধ্যেই ১৫টি নতুন জেটি তৈরির উদ্যোগ নেওয়া হবে। ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টের আওতায় এই প্রকল্পকে বাস্তবায়িত করা হবে। এজন্য ২৯টি পন্টুন তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে সুরক্ষার জন্য রেলিং দেওয়া থাকবে। এই প্রকল্পের আওতায় অন্তত ১৫টি জেটি তৈরি করা হবে।

তবে শুধু জেটি তৈরি করলেই হবে না। জেটির সঙ্গে সংযুক্ত রাস্তাগুলি যাতে ঠিকঠাক থাকে সেটাও দেখা হবে। নয়া জেটির ৫০০ মিটার এলাকা জুড়ে পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করা হচ্ছে। আগামী ৫ বছরে এই প্রকল্প শেষ করার টার্গেট নেওয়া হয়েছে।

এককথায় বিরাট প্রকল্প। বিশ্বব্যাঙ্ক থেকেও এজন্য লোন নেওয়া হবে। প্রায় ৭০৫ কোটি টাকার লোন থাকবে বিশ্বব্যাঙ্কের। আর রাজ্যের তরফে খরচ করা হবে ৩০৬ কোটি টাকা। জলপথে যুক্ত হবে বাংলা। এককথায় কলকাতার গণপরিবহণের দিশাটাই এবার বদলে যেতে পরে। নদীপথকে ব্যবহার করে কীভাবে পরিবহণের ক্ষেত্রে বিপ্লব আনা যায় সেটাই এবার করে দেখাবে বাংলা।