বৃষ্টির বাধায় ৪৫ ওভারে নেমে এলো পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ

এশিয়া কাপের সুপার ফোরে আজ অলিখিত সেমিফাইনালে মুখোমুখি পাকিস্তান-শ্রীলঙ্কা। যে দল জিতবে তারা ফাইনালে নাম লেখাবে। অবশ্য গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃষ্টির বাধার মুখে পড়েছে। বৃষ্টির কারণে টস হয়েছে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়! ম্যাচ শুরু হয়েছে পৌনে ৬টায়। 

টস জিতে পাকিস্তান ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। বৃষ্টির কারণে দেরি হওয়ায় কাটা গেছে ওভার। ম্যাচটা এখন ৪৫ ওভারে নেমে এসেছে। 

দুই দলই আজ পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে। গতকাল ৫ পরিবর্তনের কথা বলেছিল পাকিস্তান। কিন্তু পরে বাধ্য হয়ে সেই পরিবর্তিত একাদশেও আজ দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাবর আজমরা। পিঠের চোটে নেই ইমাম উল হক। গতকাল বাদ পড়লেও আজ ইমামের বদলে আবার ঢুকেছেন ফখর জামান। সৌদ শাকিলের জ্বর। তার জায়গায় ফিরেছেন আব্দুল্লাহ শফিক। লঙ্কান দলেও পরিবর্তন দুটি। ঢুকেছেন কুশল পেরেরা ও প্রমোদ মাদুশান। 

পাকিস্তান একাদশ: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহীন আফ্রিদি, জামান খান। 

শ্রীলঙ্কান একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান ও মাথিশা পাথিরানা।