Asia Cup 2023 Indian Bowling Coach Paras Mhambrey Comments On Mohammed Shami Not Being Included In Playing XI

কলম্বো: ভারতীয় দল তথা বিশ্বের সর্বসেরা ফাস্ট বোলারদের মধ্যে মহম্মদ শামিকে (Mohammed Shami) গণ্য করা হয়। তবে চলতি এশিয়া কাপে (Asia Cup 2023) তিনি ভারতের (Indian Cricket Team) হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। ভারতীয় বোলিং কোচ পারস মামব্রে (Paras Mhambrey) কিন্তু মেনে নিচ্ছেন যে ভারতীয় একাদশ থেকে শামিকে বাদ দেওয়াটা একেবারেই সহজ নয়। তবে দলের স্বার্থে টিম ম্যানেজমেন্টকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

বাংলাদেশ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে পারস বলেন, ‘শামির মতো বোলারকে দলের বাইরে রাখা এবং এই বিষয়ে ওর সঙ্গে কথা বলাটাও কিন্তু সহজ নয়। তবে খেলোয়াড়রা জানেন আমরা যে সিদ্ধান্তই নিই না কেন দলের স্বার্থে, দলের উন্নতির জন্যই নেব। ও জানে কেন ও দলে নেই এবং সেটা ও বুঝতেও পারে।’ শামি এই এশিয়া কাপে একমাত্র নেপালের বিরুদ্ধে ম্যাচেই খেলেছেন। সেই ম্যাচে ২৯ রানের বিনিময়ে এক উইকেট নিয়েছিলেন তিনি।

তবে শামির অনুপস্থিতি কিন্তু টিম ইন্ডিয়ার হয়ে বল হাতে হার্দিক পাণ্ড্য বেশ প্রভাবিত করেছেন। শ্রীলঙ্কা ম্যাচের পরে দলের অধিনায়ক রোহিত শর্মাও হার্দিক পাণ্ড্যর বোলিংয়ের বেশ প্রশংসা করেছিলেন। এবার সেই সুরেই মামব্রে বলেন, ‘হার্দিকের বর্তমান ফিটনেস নিয়ে আমরা খুবই খুশি। ওর ফিটনেসের নিয়ে আমরা অনেক খাটা খাটনি করেছি। ওকে নিয়ে আমদের অনেক পরিকল্পনা রয়েছে এবং সেই কারণেই ওর ওয়ার্কলোডও সামলানোর বিষয়ে আমরা তৎপর। যাতে ওর ফিটনেস নিয়ে কোনও সমস্যা না হয়। আমরা ওর থেকে যা যা চাই, আপাতত আমাদের হয়ে ও সেই কাজটা করতে পারছে।’

প্রসঙ্গত, এই বাংলাদেশ ম্যাচের আগেই ভারতীয় শিবিরের জন্য সুখবর। পিঠের চোটের কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের ম্যাচে খেলতে পারেননি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। পাকিস্তান ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছিলেন শ্রেয়সের ব্যাক স্প্যাজ়ম হয়েছে। শ্রীলঙ্কা ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার (Team India) মেডিক্যাল দলের পরামর্শে তিনি মাঠেও আসেননি। এতদিন পর চোট সারিয়ে জাতীয় দলে ফিরে আবারও শ্রেয়স চোটের কবলে পড়ায় ভারতীয় সমর্থকদের উদ্বেগ বেড়েছিল। 

তবে বাংলাদেশ ম্যাচের আগেই ভারতীয় অনুশীলনে ফিরলেন শ্রেয়স আইয়ার। টিম ইন্ডিয়ার ঐচ্ছিক অনুশীলনে শ্রেয়স যোগ দেন এবং বেশ খানিকটা সময় ব্যাটিংও করেন তিনি।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বাণিজ্যে স্নাতক, ব্যাট হাতে ২২ গজে বোলার সংহারক, বিশ্বকাপে একাদশে সুযোগ পাবেন স্কাই?