মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পলের ওষুধ বিক্রি করায় তিন ফার্মেসিকে জরিমানা

দিনাজপুরের বিরামপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পলের ওষুধ বিক্রির অভিযোগে তিন ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত পুলিশের সহায়তায় পৌর শহরের কয়েকটি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করে সংস্থাটির দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পলের ওষুধ বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে আজ পৌর শহরের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এস কে ফার্মেসিকে দুই, স্বাধীন ফার্মেসিকে ১০ হাজার ও মোহাম্মদ মেডিসিন স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।