OTT সাবক্রিপশনের কয়েকশ’ টাকা ফেরত পেতে ২.৫ লক্ষ টাকা খোয়ালেন ব্যবসায়ী

OTT প্ল্যাটফর্মের সাবক্রিপশনের কয়েকশ’ টাকা ফেরত পেতে মরিয়া হয়ে উঠে নিজে গিয়ে প্রতারকদের হাঁড়কাঠে গলা দিলেন এক ব্যবসায়ী। দফায় দফায় অ্যাকাউন্ট থেকে খোয়া গেল প্রায় আড়াই লক্ষ টাকা। মাথায় হাত কাটোয়ার মাধবীতলার বাসিন্দা প্রসেনজিৎ দত্তের। পুলিশে অভিযোগ দায়ের করেছেন তিনি।

প্রেসনজিৎবাবু জানিয়েছেন, তিন মাস আগে ক্রেডিট কার্ড নম্বর দিয়ে একটি OTT প্ল্যাটর্মের সাবক্রিপশন কিনেছিলেন। সাবক্রিপশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সম্প্রতি অটো রিনিউ হয়ে যায় প্ল্যানটি। যার ফলে তাঁর কার্ড থেকে টাকা কাটে সংস্থা। কিন্তু নতুন করে আর সাবক্রিপশন করাতে চাননি তিনি। তাই টাকা ফেরত পাওয়ার উপায় খুঁজতে শুরু করেন। আর সেজন্য গুগলে সংস্থার কাস্টমার কেয়ার নম্বর খোঁজ করেন তিনি। পেয়েও যান। ফোন করেন সেই নম্বরে। কিন্তু তখন ফোন কেউ ধরেনি। গত ১২ সেপ্টেম্বর এক ব্যক্তি ফোন করে জানান তিনি OTT সংস্থার প্রতিনিধি। প্রসেনজিৎবাবুকে সহযোগিতা করতে চান। প্রসেনজিৎবাবু সমস্যার কথা জানালে ওই ব্যক্তি একটি লিংক পাঠিয়ে তাঁকে একটি অ্যাপ ডাউনলোড করতে বলে।

ব্যাংকের যাবতীয় সতর্কতা প্রচার ভুলে কয়েকশ’ টাকার জন্য ফোনে অচেনা ওই অ্যাপ ডাউনলোড করে ফেলেন প্রসেনজিৎ। এর পর ফোনের উলটো দিকে থাকা ব্যক্তি তাঁকে UPI-এর মাধ্যমে একটি ফোন নম্বরে ১ টাকা পাঠাতে অনুরোধ করেন। টাকা পাঠাতেই ওই মোবাইল ফোনে লিংক করা তাঁর ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পর পর টাকা কাটা যেতে থাকে। সব মিলিয়ে যার পরিমাণ ২ লক্ষ ৫৪ হাজার ৬৪ টাকা।

ওই ব্যবসায়ী জানিয়েছেন, কিছুক্ষণের জন্য আমার ফোনের ওপর আমার কোনও নিয়ন্ত্রণ ছিল না। ওই ফোনে UPIতে আমার যে কটা অ্যাকাউন্ট লিংক করা ছিল সবগুলো থেকে টাকা সরিয়ে নিয়েছে উলটো দিকে থাকা প্রতারক। এর পর ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট লক করেন ওই ব্যবসায়ী। সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন।