CFL 2023: Mohun Bagan Secures Super Six Berth Thanks To Thrilling Draw Vs Mohammedan Sporting

কলকাতা: কলকাতা লিগের (Calcutta Football League 2023) সুপার সিক্সে আগেই নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল কলকাতার দুই বড় দল ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং। আজ মহামেডানের বিরুদ্ধে (Mohun Bagan Super Giant vs Mohammedan Sporting) হার এড়াতে পারলেই সুপার সিক্সে পৌঁছে যেত মোহনবাগান সুপার জায়ান্টও। ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করতে হলেও, সাদা কালো বিগ্রেডের সঙ্গে ২-২ ড্র করে সুপার সিক্সে পৌঁছে গেল সুবজ মেরুন।

এদিন গ্রুপ ‘এ’-র ম্যাচের শুরুটা দুই দলই অত্যন্ত সাধারণভাবে করে। দুই দলের কারুর খেলাতেই আক্রমণের তাগিদ চোখে পড়েনি, বরং খানিকটা রক্ষণাত্মক ফুটবলই খেলে মহামেডান ও মোহনবাগান। ম্যাচের ২০ মিনিটের মাথায় রেমসাঙ্গা গোলে করে মহামেডানকে ম্যাচে এগিয়ে দেয়। মোহনবাগানের গোলরক্ষক জাহিদের ভুলেরই খেসারত দিতে হয় সবুজ মেরুনকে। তবে মোহনবাগান হয়ে কিয়ান নাসিরি কিন্তু দলকে সমতায় ফেরানোর বড় সুযোগ পেয়ে গিয়েছিলেন। অবশ্য কার্যত ফাঁকা গোল পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি।  

ম্যাচের ৪০ মিনিট নাগাদ মোহনবাগান বাধ্য হয়েই পরপর ভুল করে চলা জাহিদকে তুলে নেয় সবুজ মেরুন। প্রথমার্ধ শেষ হওয়ার আগে দুই দলই একাধিকবার গোলের সুযোগ পেলেও, কেউই জালে বল জড়াতে পারেনি। ফলে ১-০ লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে মহামেডান। বল দখলের লড়াই থেকে গোল লক্ষ্য করে শট নেওয়া, সবেতেই প্রথমার্ধে এগিয়ে ছিল মহামেডান। তবে দ্বিতীয়ার্ধে তেড়েফুড়ে গোল করার লক্ষ্যে মাঠে নামেন মোহনবাগান। একের পর এক আক্রমণ গড়ে তুলতে থাকে সবুজ মেরুন শিবির। মহামেডান গোলরক্ষক বিয়াকা বেশ কয়েকটা ভাল সেভ করে দলের লিড সংরক্ষণ করে রাখেন অনেকটা সময়। অবশেষে ম্যাচের ৫৮ মিনিটে মহামেডান রক্ষণ ভাঙতে সক্ষম হন কিয়ান নাসিরি। দুরন্ত ফার্স্ট টাচ এবং তারপর সুন্দর চিপ শটে মহামেডান গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

৮০ মিনিটে টাইসনের দুরন্ত শটে ২-১ এগিয়ে যায় মোহনবাগান। মহামেডান ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করে এবং সেই চেষ্টারও সুফলও পেয়ে যায় সাদা কালো বিগ্রেড। ম্যাচের ইনজুরি টাইমের সপ্তম মিনিটে ফৈয়াজের হেডারে ম্যাচে সমতায় ফেরে মহামেডান। তবে ম্যাচ ড্র হলেও, গোলপার্থক্যের নিরিখে কালীঘাটকে পিছনে ফেলে ২৪ পয়েন্ট নিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে পৌঁছে গেল মোহনবাগান। গ্রুপ এ থেকে মহামেডান ও ডায়মন্ড হারবারের পর তৃতীয় দল হিসাবে সুপার সিক্সে পৌঁছল সবুজ মেরুন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ডার্বি জয়ের চেয়ে ট্রফি জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঘোষণা মোহনবাগান কোচের